ETV Bharat / sports

ICC World Cup 2023: ম্যানেজমেন্টের উদ্বেগ কমিয়ে আমেদাবাদে চুটিয়ে ব্যাটিং অনুশীলন শুভমনের

author img

By PTI

Published : Oct 12, 2023, 7:56 PM IST

ICC World Cup 2023
নেটে অনুশীলন শুভমনের

বৃহস্পতিবার নেটে ব্যাটিং অনুশীলন করলেন ভারতের ডান হাতি ব্যাটার শুভমন গিল ৷ পাকিস্তানের বিরুদ্ধে কি মাঠে নামবেন তিনি ৷ সেই বিষয়ে এখনও অবশ্য় কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট ৷

আমেদাবাদ, 12 অক্টোবর: ডেঙ্গির জেরে তারকা ওপেনার শুভমন গিলকে ছাড়াই গত দু'ম্যাচে মাঠে নামতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভালোই ব্যাট করেছিলেন ঈশান কিষাণ ৷ কিন্তু শেষমেশ অর্ধশতরানের আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ অন্যদিকে রোহিত শর্মা গতকাল ছিলেন দুরন্ত ফর্মে ৷ এমতাবস্থায় শুভমন যদি দলে ফেরেন তাহলে শক্তি আরও অনেকটাই বাড়বে ৷ তার সম্ভাবনা অনেকটাই বাড়ল ৷ বৃহস্পতিবার নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন এই ডানহাতি ব্যাটার ৷

যদিও তাঁকে শনিবার মহারণের অংশ হতে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে ৷ তবে একথা বলাই যায় পাকিস্তানের বিরুদ্ধে একাদশে শুভমনের নাম থাকলে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ বুধবার সকাল 11টা নাগাদ গিল পৌঁছন আমেদাবাদে ৷ তারপর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন তিনি ৷

বাঁ হাতি বোলারের বিরুদ্ধে ভারতীয় দলের অনেকেরই দূর্বলতা রয়েছে ৷ শুভমনও কখনও কখনও এই ফাঁদে পা দিয়েছেন ৷ আর তাই তাঁর জন্য বিশেষ অনুশীলনের ব্যবস্থা করা হয় ৷ বাঁ হাতি থ্রো-ডাউন এক্সপার্ট নোয়ান সেনেভিরান্তের সামনে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি ৷ দলের চিকিৎসক রিজওয়ানও তাঁর সঙ্গে ছিলেন ৷ তিনি নজর রাখছিলেন শুভমনের ওপর ৷

আরও পড়ুন: বিশ্বকাপে টানা অষ্টমবার পাক ‘বধ’ করতে তৈরি ‘মেন ইন ব্লু’

সাধারণত ডেঙ্গির পর শরীর ভয়ংকর ক্লান্ত হয়ে পড়ে ৷ সেই কথা মাথায় রেখেই এদিন তাঁর সঙ্গে ছিলেন রিজওয়ানও ৷ শাহিন শাহ আফ্রিদির মতো বোলার রয়েছে পাকিস্তান দলে ৷ সেই কথা মাথায় রেখেই যে গিল বাঁ হাতি থ্রো ডাউন এক্সপার্টের সামনে ব্যাটিং করাচ্ছে টিম ম্যানেজমেন্ট এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ জানা গিয়েছে, শুক্রবার তাঁর ব্যাটিং দেখার পরেই চুড়ান্ত সিদ্ধান্ত কোচ রাহুল দ্রাবিড় ৷ সঙ্গে থাকবে দলের মেডিক্যাল টিমও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.