ETV Bharat / sports

'ঘরের টিম তো সুবিধে পাবেই', ফাইনালের আগে পিচ বিতর্কে আমল দিতে নারাজ কামিন্স

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 5:45 PM IST

Pat Cummins on Pitch Controversy: সাংবাদিক বৈঠকে পিচ বিতর্কে মুখ খুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ৷ পিচ নিয়ে তিনি তেমন চিন্তিত বলে মনে হল না ৷ আয়োজক দেশ সুবিধা পাবেই তবে তারাও প্রস্তুত এমনটাই দাবি করলেন তিনি ৷

Pat Cummins on Pitch Controversy
পিচ বিতর্কে মুখ খুললেন কামিন্স

আমেদাবাদ, 18 নভেম্বর: রুদ্ধশ্বাস সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারতীয় দল ৷ তবে 70 রানে কিউয়িদের হারানোর পরেও কাঁটা হিসেবে ভারতের সঙ্গী হয়েছে পিচ বিতর্ক ৷ ভারতীয়রা নাকি পিচের সুবিধা নিয়েছেন ৷ কীভাবে? নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার জন্য ব্যবহৃত হয় 'ফ্রেশ পিচ' ৷ অর্থাৎ যেখানে আগে কোনও ম্যাচ খেলা হয়নি ৷ কিন্তু মুম্বইয়ে যে পিচে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ খেলা হয় সেখানে আগেই হয়েছিল বিশ্বকাপের একটি ম্যাচ ৷ পুরোনো পিচে ম্যাচ খেলা নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক ৷ এরপর ফাইনালের ক্ষেত্রেও নাকি পুরোনো পিচ ব্যবহারের কথা চলছে ৷ এনিয়ে ফাইনালের আগেরদিন সাংবাদিক বৈঠকে মুখ খুললেন কামিন্স ৷

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে পিচে খেলা হওয়ার কথা সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন ৷ অনেকেই দাবি করেছেন, এই পিচেই নাকি হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ ৷ সেখানে পাকিস্তান ব্যাটাররা আউট হয়ে যান মাত্র 191 রানে ৷ পিচ বিতর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, "দেখে তো মনে হল কঠিন এবং দারুণ একটা পিচ ৷"

পিচে আয়োজক দলের সুবিধা পাওয়া নিয়ে কামিন্স তেমন চিন্তিত নন ৷ তিনি বলেন, "দেশের মাঠে, নিজেদের পিচে খেলার কিছু সুবিধা যে থাকবেই এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কারণ এই ধরনের পিচেই তো ওরা (ভারতীয় দল) অধিকাংশ সময় খেলে এসেছে, তাই না ৷ টস এখানে মুম্বইয়ের মতো ততটা গুরুত্বপূর্ণ হবে না ৷ সুতরাং আমাদের জন্য যে রকম চ্যালেঞ্জই ওরা দিক না কেন, আমরা মোকাবিলা করতে প্রস্তুত ৷ হ্যাঁ, এখন অপেক্ষা ছাড়া গতি নেই ৷ তবে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিশ্চিত করতেই হবে ৷"

সেমিফাইনালে পিচ নিয়ে যে বিতর্ক শুরু হয় তার মূলে ছিলেন আইসিসি'র পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন ৷ তিনিই প্রথম ই-মেল করে আইসিসি'কে পিচ বদলের কথা জানান ৷ জানা যায় মুম্বইয়ে সেমিফাইনাল ম্যাচ খেলার কথা ছিল সাত নম্বর পিচে ৷ কিন্তু পরবর্তীতে ছয় নম্বর পিচে খেলা হয় ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ৷ যদিও পরে আইসিসি এও জানিয়ে দেয়, পিচ বদল এই প্রথমবার নয় ৷ এমনটা আগেও নাকি হয়েছে ৷ আয়োজকরা যে পিচ পরিবর্তন করতে চলেছে তা জানানোও হয়েছিল আইসিসি'কে ৷ তবে এই বিতর্ক এখানেই শেষ হয়নি ৷ ফাইনাল ম্যাচেও পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্কের আবহ ৷ তবে তা নিয়ে ম্যাচের আগেরদিন খুব চিন্তিত বলে মনে হল না অজি অধিনায়ককে ৷

আরও পড়ুন:

  1. 'ষষ্ঠবার বিশ্বকাপ জিততে প্রস্তুত অজিরা,' আত্মবিশ্বাসী কামিন্স
  2. বিশ্বকাপ ফাইনালের টিকিট অমিল! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতাশ ক্রীড়াপ্রেমীদের ভিড়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.