ETV Bharat / sports

ICC World Cup 2023: কোহলি-গিল-শ্রেয়সদের তাণ্ডবে ওয়াংখেড়েতে কঠিন চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 6:17 PM IST

Updated : Nov 2, 2023, 6:31 PM IST

ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 8 উইকেট হারিয়ে 357 রান করল ভারতীয় দল ৷ বিরাট কোহলি-শুভমন গিল-শ্রেয়স আইয়ারের হাফসেঞ্চুরির দৌলতে কঠিন টার্গেট দিল 'মেন ইন ব্লু' ৷

India vs Sri Lanka in ICC Cricket World Cup 2023
ওয়াংখেড়েতে কঠিন চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কা

মুম্বই, 2 নভেম্বর: মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত মাঠে নেমেছে সপ্তম জয়ের লক্ষ্যে ৷ হারানো শীর্ষস্থান ফিরে পেতে ব্যাট হাতে বৃহস্পতিবার মরিয়া লড়াই দেন বিরাট কোহলি-শুভমন গিলরা ৷ ঘরের মাঠে রান পাননি 'মুম্বই চা রাজা' রোহিত শর্মা ৷ তবে জ্বলে ওঠেন বিরাট কোহলি এবং শুভমন গিল ৷ আর ইনিংসের শেষ লগ্নে কুশল মেন্ডিসদের জন্য লড়াইটা আরও কঠিন করে দেন শ্রেয়স আইয়ার ৷ শতরানের খুব কাছে এসেও 'ত্রিপল ফিগার'-এর ম্যাজিক নম্বর ছুঁতে পারেননি কেউই ৷ তবে রবীন্দ্র জাদেজার দৌলতে 350 রানের গন্ডি পার করতে কোনও সমস্যা হল না ভারতীয় দলের ৷ 8 উইকেট হারিয়ে এদিন 357 রান তোলে ভারতীয় দল ৷

4 রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে 189 রানের বিশাল পার্টনারশিপ গড়েন কোহলি-গিল ৷ 92 রান করে প্রথম বিরাটের সঙ্গ ছাড়েন শুভমন ৷ 84 বলে 11টি চার আর 2টি ছয় দিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় অর্ধশতরানটি করেন তিনি ৷ শতকের স্বপ্ন পূরণ হয়নি বিরাটেরও ৷ দু'বার জীবনদান পাওয়ার পরেও সচিন তেন্ডুলকরের ওডিআই ক্রিকেটে সর্বাধিক 49টি শতরানের রেকর্ড ছুঁতে পারেননি তিনি ৷

মিডল অর্ডারে কেএল রাহুল এবং সূর্য কুমার যাদবদের ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন শ্রেয়স ৷ তাঁর মারমুখী ব্যাটিং তাণ্ডব ছাড়া হয়তো 350 রান পার করতে পারত না ভারতীয় দল ৷ মাত্র 56 বলে দুর্ধর্ষ 82 রান করেন তিনি ৷ এদিন তিনি ইনিংস সাজান হাফ ডজন বিশাল ছক্কা দিয়ে ৷ সঙ্গে মারেন 3টি চোখ ধাঁধানো বাউন্ডারিও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সচিনের ক্লাসিক শট খেলতে গিয়ে আউট, সেঞ্চুরি হারানো শুভমনের 'একমাত্র' প্রাপ্তি সারার সান্ত্বনা

শেষ লগ্নে জাদেজার ইনিংসের কথাও বলতেই হবে ৷ মাত্র 24 বলে তিনি করেন গুরুত্বপূর্ণ 35 রান ৷ ভারতের ব্যাটিং তাণ্ডবের দিনেও 5টি উইকেট শিকার করে নজর কাড়েন দিলশান মধুশঙ্কা ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা ৷

Last Updated : Nov 2, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.