ETV Bharat / sports

ICC World Cup 2023: ইতিহাসে নাম তুলল ভারতে আয়োজিত বিশ্বকাপ, দর্শক সংখ্যা ছাড়াল 1 মিলিয়ন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:55 PM IST

নক আউট ম্যাচের আগেই রের্কড ভেঙে 1 মিলিয়নে পৌঁছে গেল চলতি বিশ্বকাপের দর্শক সংখ্যা ৷ সমর্থক আগ্রহ দেখে উচ্ছ্বসিত ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের 'হেড অফ ইভেন্টস' ক্রিস টেটলে ৷

ICC World Cup 2023
দর্শক সংখ্যা ছাড়াল 1 মিলিয়ন

আমেদাবাদ, 11 নভেম্বর: দেশের মাটিতে চলতি ক্রিকেট বিশ্বকাপে তৈরি হল আরও একটি বড় মাইলস্টোন ৷ আইসিসি'র তরফে জানানো হয়েছে, শুক্রবার আমেদাবাদে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের পর দর্শক সংখ্যা (মাঠে উপস্থিতির নিরিখে) 1 মিলিয়ন (10 লক্ষ) ছাড়িয়েছে ৷ ভারতে চলতি বিশ্বকাপ নিয়ে উত্তেজনা ঠিক কতটা তুঙ্গে, তার আদর্শ উদাহরণ এই দর্শক সংখ্যাই ৷ বিশ্বকাপের 13তম সংস্করণ আয়োজিত হয়েছে ভারতে ৷ প্রথমবার এককভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে ভারত ৷ আর প্রথম সুযোগেই তৈরি হল ইতিহাস ৷

ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের 'হেড অফ ইভেন্টস' ক্রিস টেটলে জানান, ভারতের দর্শক সংখ্যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ৷ ভারতে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার কথা আলাদা করে না-বললেও চলে ৷ তাছাড়া বিরাট কোহলি-রোহিত শর্মারাও এই টুর্নামেন্টে দারুণ খেলছেন ৷ ঘরের মাঠে ইতিমধ্যেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে তারা ৷ এখন অপেক্ষা শুধু বাকি কয়েকটি ম্যাচ ভালো খেলা ৷

নক আউট পর্বের ম্যাচগুলিতে তাঁদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে 12 বছরের ট্রফি জয়ের খরা হয়তো কেটে যেতে পারে এবারই ৷ এক যুগ পর আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুঁনতে শুরু করেছেন বিরাট কোহলিরা ৷ দর্শকের মধ্যেও তাই তুঙ্গে উন্মাদনা ৷ বিশ্বকাপে জ্বরে কাবু পুরো দেশ ৷

দর্শক সংখ্যা নিয়ে বলতে গিয়ে ক্রিস বলেন, "চলতি বিশ্বকাপে মাঠে আগত দর্শকের সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে ৷ এটাই প্রমাণ করে ক্রিকেট ভক্তদের একদিনের ম্যাচ এবং বিশ্বকাপ নিয়ে আগ্রহ ঠিক কতখানি ৷ এবার আমরা নকআউটের পথে এগোচ্ছি ৷ আশা করি আরও অনেকগুলো রেকর্ড ভাঙবে ৷ আর পাশাপাশি ওডিআই ক্রিকেটেরও কিছু সবচেয়ে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকব আমরা ৷"

বিশ্বকাপের দু'টি সেমিফাইনাল খেলা হবে আগামী 15 নভেম্বর এবং 16 নভেম্বর ৷ প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত ৷ আর অন্য ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৷ এরপর আগামী 19 নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে ফাইনাল ম্যাচ ৷

আরও পড়ুন:

  1. নেট বোলার জিন্নাহের বোলিংয়ে মুগ্ধ বাবর, বাংলার উঠতি তরুণকে জার্সি উপহার পাক অধিনায়কের
  2. অজিদের বিরুদ্ধে মরিয়া লড়াই 'শাকিবহীন' বাংলাদেশের, ফ্যানেদের 'হৃদয়' জিতলেন তৌহিদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.