ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে বাটলার-বাবর দ্বৈরথে হাজির 'দ্য রোলিং স্টোনস' খ্যাত মিক জ্যাগার, সঙ্গী ঊষা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 8:43 PM IST

Updated : Nov 11, 2023, 10:16 PM IST

ICC World Cup 2023
ইঙ্গো পাক লড়াইয়ে আশ মেটাচ্ছে ইডেন

বিরাট কোহলি-বাবর আজম মুখোমুখি হবেন সেমিফাইনালে ৷ সেই আশা শেষ বললেই বললেই চলে ৷ অফিসিয়াল ঘোষণা হবে ম্যাচের ফলাফল সামনে এলেই ৷ তবে পাকিস্তানের সেমিতে পৌঁছনোর আশা প্রায় শেষ ৷ এরই মাঝে ইডেনে যারা বিরাট-বাবরকে দেখার আশায় দিন গুনছিলেন তারাও আজ আশ মেটাতে চলেছেন বাবরদের দেখেই ৷ এদিন ম্যাচের সাক্ষী হতে ইডেনে হাজির হন বিখ্যাত গায়ক মিক জ্যাগার ৷ সঙ্গী ছিলেন ঊষা উত্থুপও ৷

কলকাতা, 11 নভেম্বর: পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ইডেনে তেমন উত্তেজনা ছিল না ৷ তবে গ্যালারিতে এদিন উত্তেজনা বাড়িয়ে দিলেন মিক জ্যাগার ৷ এদিন ম্যাচের সাক্ষী থাকতে ইডেনে হাজির হন বিখ্যাত গায়ক মিক জ্যাগার ৷ 79 বছর বয়সি এই গায়ক বিখ্যাত হয়ে ওঠেন তাঁর রক ব্যান্ড 'দ্য রোলিং স্টোনস'-এর জন্য ৷ কলকাতায় বসে এদিন ম্যাচও দেখেন এই তারকা ৷ সঙ্গী ছিলেন ঊষা উত্থুপও ৷

টস যে একটি দলের সেমিফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে এতটা প্রভাব ফেলতে পারে এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও ঘটেনি ৷ শনিবারের ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গিয়েছিল পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে পৌঁছনো একেবারেই অসম্ভব ৷ কারণ তাঁদের জন্য জয়ের সমীকরণটা ছিল বেশ জটিল ৷ হয় বাবর আজমদের ইংল্যান্ডকে হারাতে হবে 287 রানে আর নয়তো রান তাড়া করতে নেমে জিততে হবে 284 বল বাকি থাকতে ৷ বোঝাই 287 রানে জয় যদিবা সম্ভব তবে 2.4 ওভারে রান তাড়া করা অসম্ভব ৷

এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসেও বেশ চমক নিয়ে এল ৷ যেমন এর আগে ঘটেনি ক্রিকেটারদের টাইমড আউট হওয়া । শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান তাঁকে ব্যাট করতে দেননি । কারণ তিনি সঠিক সময়ের মধ্যে স্টান্স নিয়ে তৈরি হতে পারেননি ৷ ক্রিকেটীয় নিয়মে টাইমড-আউট বিষয়টায় ভুল নেই । তবে ভদ্রলোকের খেলা ক্রিকেটে এমন ঘটনা এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ।

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ভাগ্য টসে নির্নয় না হলেই হয়তো ভালো হত । কল্পবিজ্ঞানের লেখকরাও প্রতিপক্ষকে হারানোর জন্য এমন চিত্রনাট্য লিখতে পারতেন না । তবে ভালো ক্রিকেট দেখতে ইডেনে দর্শক মাঠমুখী হল কই । শনিবার তার ওপর আকাশে বাতাসে আলোর উৎসবের মূর্ছনা । বেলাশেষের শারদ উৎসবের প্রেক্ষাপটে দুই ক্রিকেটীয় শক্তি আত্মভিমানের জন্য দ্বৈরথে । এই ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান নির্নয়ে বড় ভূমিকা নেবে ।

দর্শক আসার পথে উপচে পড়া ভিড় কিন্তু চোখে পড়েনি । যারা এসেছেন তাঁদের গায়েও বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার নাম লেখা জার্সি । কপালে আই লাভ ইণ্ডিয়া লেখা ফেট্টি । গালে ভারতের তেরঙ্গা আঁকা । তবে এরমধ্যেও ব্যতিক্রম রয়েছে । লন্ডন থেকে স্যাম এবং ফ্রেড পাকিস্তানের সঙ্গে ম্যাচটি দেখতে কলকাতায় এসেছেন । এর আগে চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচ দেখেছেন তাঁরা । ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সের জন্য ব্যাটারদেরই কঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা ।

নিউটাউনের অঙ্কন দুই গালে ভারত এবং পাকিস্তান পতাকা এঁকে ঢুকেছেন । পরনে পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি । মাথায় আবার ভারতীয় দলের টুপি । তিনি জানান, সেমিফাইনালের টিকিট কেটেছিলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আশায় । এখন ইংল্যান্ড টস জিতে ব্যাট করায় সেই আশা শেষ । এখন তাই ক্রিকেটীয় আনন্দ নিতেই ইডেনে হাজির তিনি ।

কাশ্মীর থেকে এসেছেন ঈশ এবং তাঁর দুই বন্ধু । গালে ভারত এবং পাকিস্তানের পতাকা আঁকা । বাবর আজম এবং বিরাট কোহলিকে একসঙ্গে দেখতে পাবেন বলে কলকাতায় এসেছিলেন । কিন্তু সেই আশা শেষ । তাই বাবর আজমের খেলা দেখেই সন্তুষ্ট হতে চাইছেন তাঁরা । 67 হাজারের ইডেনে এদিন হাজির ছিলেন প্রায় 40 হাজার মতো দর্শক ৷

আরও পড়ুন:

  1. অজিদের বিরুদ্ধে মরিয়া লড়াই 'শাকিবহীন' বাংলাদেশের, ফ্যানেদের 'হৃদয়' জিতলেন তৌহিদ
  2. ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের
Last Updated :Nov 11, 2023, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.