ETV Bharat / sports

ICC world Cup 2023: আফগানদের বিরুদ্ধে অঘটনের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দল: বাটলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:31 PM IST

Updated : Oct 20, 2023, 10:37 PM IST

আফগানিস্তানের বিরুদ্ধে হার ভুলে আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত ইংল্যান্ড ৷ অনুশীলনের আগে শুক্রবার এমনটাই জানালেন ব্রিটিশ অধিনায়ক জস বাটলার ৷ তবে প্রোটিয়াদের হালকাভাবে নিতে রাজি নন তিনি ৷

ICC world Cup 2023
ঘুরে দাঁড়াতে প্রস্তুত ইংল্যান্ড বলছেন বাটলার

মুম্বই, 20 অক্টোবর: 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন' ইংল্যান্ডকে হারিয়ে চলতি বিশ্বকাপে একটি বড় অঘটন ঘটিয়েছিল আফগানবাহিনী ৷ সেই হারের স্মৃতি ভুলে আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত তাঁরা ৷ ঠিক এমনটাই জানালেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ ইংল্যান্ডের সামনে গত ম্যাচে 285 রানের টার্গেট রেখেছিল আফগানরা ৷ কিন্তু সেই রান তাড়া করতে নেমে 215 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷

শুক্রবার ওয়াংখেড়েতে অনুশীলন শুরুর আগে বাটলার বলেন, "আমাদের হাতে কয়েকদিন সময় ছিল হারটা হজম করে আবার এগিয়ে যাওয়ার জন্য ৷ আমাদের কিছু আলোচনা হয়েছে ৷ আর গতদিন রাতের অনুশীলনটাও খুব ভালো ছিল ৷" বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই অল-রাউন্ডার বেন স্টোকসকে ফিরিয়ে নিয়ে এসেছে ইংল্যান্ড ৷ কিন্তু ফিটনেস সংক্রান্ত সমস্য়ার জেরে এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বাটলার বলেন, "দল নির্বাচনের ক্ষেত্রে এতগুলো অপশন রয়েছে যে কখনও কখনও বিষয়টা বেশ কঠিন হয়ে যায় ৷ সঠিক ভারসাম্য বজায় রাখাটা অনেক সময় মাঠের ওপরও নির্ভর করে ৷ কিন্তু গত রাতে বেন দারুণ ট্রেনিং করেছেন ৷ ওকে ফিরে পেয়ে দারুণ লাগছে ৷" তবে তাঁর নেতৃত্বের দক্ষতার কথা মাথায় রেখেও তিনি জানান, দলের ভারসাম্যের কথা মাথায় রেখে বেনকে খেলোনো হবে কি না সেই সিদ্ধান্ত নেবেন তিনি ৷

শুধু ইংল্যান্ড নয় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসও বড় অঘটন ঘটিয়েছে এই বিশ্বকাপে ৷ তা নিয়ে বলতে গিয়ে ইংরেজ কিপার ব্যাটার বলেন, "হ্যাঁ চমকেছি তো বটেই ৷ এমন ঘটনা ঘটলে চমকে যাওয়াই স্বাভাবিক ৷ নেদারল্যান্ডসের প্রতি কোনও অশ্রদ্ধা না রেখেই বলছি ওরা দারুণ খেলেছে ৷ জয়টা ওদের প্রাপ্য ছিল ৷"

আরও পড়ুন: ওয়ার্নারের ইতিহাস গড়ার দিনে শাহিনের হাতে 'মানরক্ষা' পাকিস্তানের

তবে ডাচবাহিনীর কাছে পরাজিত দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নিতে রাজি নন তিনি ৷ তিনি বলেন, "ওরা সত্যিই দারুণ ক্রিকেট খেলছে ৷ ওদের ওপরের দিকের 6 জন খেলোয়াড় ভীষণ শক্তিশালী ৷ আর পেস বোলিংও ওদের শক্তিশালী ক্ষেত্র ৷... সবসময়ই দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলাটা একটা কঠিন চ্যালেঞ্জ ৷ আর তাই দারুণ একটা খেলা হতে চলেছে ৷" ওয়াংখেড়ে নিয়ে বলতে গিয়ে তিনি জানান, তাঁর আইপিএল জার্নি শুরু হয়েছিল এই মাঠ থেকেই ৷ আর তাই এই মাঠ নিয়ে তাঁর অনেক সুন্দর স্মৃতি রয়েছে ৷ সেখানে নিশ্চয়ই আবার জয়ে ফিরতে চাইবেন বাটলার ৷

Last Updated : Oct 20, 2023, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.