ETV Bharat / sports

ICC World Cup 2023: সীমান্ত পেরিয়ে ওপার বাংলার সমর্থকদের ভিড় তিলোত্তমায়, পাকিস্তান ম্যাচ নিয়ে আবেগ চরমে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 4:02 PM IST

শাকিব-আল হাসানদের লড়াই দেখতে ইডেনে বাংলাদেশ সমর্থকদের ভিড় ৷ সীমান্ত পেরিয়ে পাকিস্তান ম্যাচে গলা ফাটাতে হাজির তাঁরা ৷ তাঁদের একটাই আশা এই ম্যাচ জিতে নেদারল্যান্ড ম্যাচের হারের ক্ষতে প্রলেপ দিক বাংলাদেশ ৷

ICC World Cup 2023
ওপার বাংলার সমর্থকদের ভিড় ইডেনে

শাকিবদের লড়াই দেখতে ওপার বাংলার সমর্থকদের ভিড় ইডেনে

কলকাতা, 31 অক্টোবর: বনগা-পেট্রোপোল, গেদে, বাংলা-বান্দা সব সীমান্তের মোহনা কলকাতা ময়দান । চলতি বিশ্বকাপে চূড়ান্ত পর্বে পৌঁছনোর আশা বাংলাদেশের নেই বললেই চলে । চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে বাকি ম্যাচগুলি জেতার ডাক দিয়েছেন অধিনায়ক শাকিব-আল হাসান । দলনেতার ডাকে পাকিস্তানের বিরুদ্ধে মঙ্গলবার ওপার বাংলার ক্রিকেটাররা জ্বলে উঠতে পারবেন কি না তার উত্তর মিলবে ক্রিকেটের নন্দন কাননে ৷ তবে বাংলাদেশ সমর্থকরা আবার আশায় বুক বেঁধেছেন ৷

দেশকে সমর্থন করতে নেদারল্যান্ডস ম্যাচেও হাজির ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ৷ পাকিস্তান ম্যাচে সংখ্য়াটা তুলনায় অনেক বেশি । যশোর, কুষ্টিয়া, ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ থেকে সমর্থকরা হাজির শুধুমাত্র এই ম্যাচে দেশের হয়ে গলা ফাটাতে । দিনাজপুর থেকে অপু, তাপস, মকবুল তিন বন্ধু সোমবার কলকাতায় এসেছেন । টিকিট কিনতে ভিড় করেছেন মহমেডান স্পোর্টিং ক্লাবের কাউন্টারে । 700 টাকায় টিকিট কেটে ইডেনের উদ্দেশ্যে দৌড় দেন তাঁরা ।

আরও পড়ুন:বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ইডেনে বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ

তাঁদের একটাই আশা, "পাকিস্তানের বিরুদ্ধে নেদারল্যান্ডস ম্যাচে হারের বদলা নেবে বাংলাদেশ । পয়েন্ট টেবিল নয় ওদের সঙ্গে লড়াইটা আবেগের। জানি বিশ্বকাপে ভালো খেলতে পারিনি । এই ম্যাচটা জিততে পারলে সান্তনা পাব ৷" কলেজ পড়ুয়া বাবুন মা বাবার সঙ্গে ঢাকা থেকে কলকাতায় এসেছে শুধুমাত্র মঙ্গলবারের ম্যাচ দেখতে । বিশ্বকাপের ম্যাচে মাঠে থাকতে পারার আনন্দে মশগুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র । কাকার সঙ্গে দ্রুত পায়ে ইডেনের দিকে হাঁটা দিলেন পঙ্কজ । ঢাকায় স্কুলে পড়েন তিনি । তাঁর আশা ইডেনে প্রথমবার খেলা দেখতে এসে বাংলাদেশের জয় দেখেই দেশে ফিরবেন ।

আরও পড়ুন: ইডেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শাকিবের, দলে 3টি বদল বাবরের

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের কালোবাজারিও চলছে সমানে । ধর্মতলা মেট্রো থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের রাস্তায় যাওয়ার সময়ই টিকিটের দাম কানে আসবে । 1200 টাকাতেও বিক্রি হচ্ছে টিকিট । খেলা দেখতে আসা মানুষরা তা কিনছেন উপায়ন্তর না পেয়ে । আবার কেউ কেউ যাচ্ছেন মহমেডান ক্লাবের কাউন্টারে । জার্সিও বিক্রি হচ্ছে পুরো দমে । মঙ্গলবারের ম্যাচের জন্য বিকোচ্ছে বাংলাদেশ অধিনায়ক শাকিবের জার্সি ৷ পাশাপাশি সমর্থকদের উত্তেজনা তুঙ্গে বিরাট কোহলিকে নিয়েও ৷ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 নভেম্বর মাঠে নামবে ভারতীয় দল ৷ চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট ৷ তিলোত্তমা কিন্তু মঙ্গলবার থেকেই ফুটছে 'বিরাট উন্মাদনা'য় ৷ এখন থেকেই সমান তালে বিকোচ্ছে তাঁর জার্সিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.