ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে বিধ্বস্ত বাবররা, জাম্পার ঘূর্ণিতে পাক ‘বধ’ অজিদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 10:25 PM IST

Updated : Oct 20, 2023, 10:35 PM IST

62 রানে পাকিস্তানকে বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় তুলে নিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ৷ দিনের শুরুতে সুরটা বেঁধে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ ৷ আর শেষটা করলেন অ্য়াডাম জাম্পা ৷ তাই স্পিন ঘূর্ণিতে সামনে ভেঙে পড়ল পাক মিডল অর্ডার ৷

ICC World Cup 2023
বিশ্বকাপে লাগাতার দ্বিতীয় হার বাবরদের

বেঙ্গালুরু, 20 অক্টোবর: ছোট মাঠে রানের বন্য়া বইবে আগেই জানিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ তাঁর কথাই সত্যি প্রমাণ হল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৷ ভারতের পর এবার অস্ট্রেলিয়ার কাছেও হারতে হল পাকিস্তানকে ৷ 368 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুক্রবার অ্যাডাম জাম্পা, প্য়াট কামিন্স, মার্কাস স্টয়নিসদের বিরুদ্ধে মারকুটে ইনিংস এগিয়ে রাখতে পারলেন না কেউই ৷ শুরুটা অবশ্য এদিন ভালোই করেছিলেন ইমাম-উল-হক এবং আবদুল্লাহ শফিক ৷ কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা ফের একবার ডোবাল পাকিস্তানকে ৷ 45.3 ওভারে 305 রানেই শেষ হয়ে গেল বাবর আজমদের ইনিংস ৷

ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের 259 রানের পার্টনারশিপের জবাবে এদিন 134 রানের পার্টনারশিপ করেন ইমাম এবং শফিকও ৷ 61 বলে 7টি চার ও 2টি ছয় দিয়ে সাজানো 64 রানের ইনিংস খেলেন শফিক ৷ পাশাপাশি ইমাম করেন 71 বলে 70 রান ৷ 10টি বাউন্ডারি দিয়ে শুক্রবার এই ইনিংসটি সাজান তিনি ৷ এদিন দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মার্কাস স্টয়নিস ৷ আর তারপরেই কার্যত অকুল পাথারে হাবুডাবু খেতে শুরু করে পাক ব্যাটিং ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একমাত্র রিজওয়ানের 46 রানের ইনিংস ছাড়া অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণির সামনে আর সেভাবে দাঁড়াতে পারেননি কেউই ৷ এই অজি লেগস্পিনার এদিন শিকার করেন 4টি উইকেট ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছেন অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ৷ এছাড়া ভয়ংকর হয়ে উঠতে থাকা ইফতিকার আহমেদকেও ঘরে ফেরান তিনিই ৷

আরও পড়ুন: ওয়ার্নারের ইতিহাস গড়ার দিনে শাহিনের হাতে 'মানরক্ষা' পাকিস্তানের

দিনের শুরুতে দুই দলের পার্থক্য়টা আসলে গড়ে দেন ওয়ার্নার-মার্শ ৷ তাঁদের জোড়া শতরানের সৌজন্যে 9 উইকেট খুইয়েও 367 রান খাড়া করে অস্ট্রেলিয়া ৷ কিন্তু সুযোগ পেয়েও এদিন ইনিংস বড় করতে পারলেন ইমাম-শফিকরা ৷ আর তার জেরেই মাত্র 305 রানে অল-আউট হয়ে গেল বাবর আজমের দল ৷

Last Updated : Oct 20, 2023, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.