ETV Bharat / sports

ICC World Cup 2023: 'বিশ্বাস সবসময়ই ছিল', 'রূপকথা' লিখে জানালেন ম্যাক্সি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:34 AM IST

Glenn Maxwell Reacts After Winning Match: ওয়াংখেড়েতে গতকাল ছিল 'গ্লেন শো' ৷ অবিশ্বাস্য, অভাবনীয়, অপ্রতিরোধ্য- যাই বলা হোক না কেন যথেষ্ট হবে না ৷ গ্লেন ম্যাক্সওয়েল মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ক্রিসে নেমে যে কাণ্ডটি ঘটালেন ততে এই শব্দগুলিই মানানসই ৷ একার হাতে অজিদের 3 উইকেটে জিতিয়ে দিয়ে ম্যাক্সি জানালেন, বিশ্বাস সবসময়ই ছিল ৷

সৌঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার
ICC World Cup 2023

মুম্বই, 8 নভেম্বর: মঙ্গলে ম্যাক্স শো ৷ অজি অলরাইন্ডার যেন বাইশগজে রূপকথা লিখলেন ৷ 2023 সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের 201 রানের অবিশ্বাস্য, অবিস্মরণীয়, কল্পনাতীত ইনিংস নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসের অন্যতম মনে রাখার মতো ঘটনা। আফগানিস্তানের করা 291 রান তাড়া করতে নেমে ম্যাক্সি একাই করলেন 201 ৷ গতকাল জিতে সেমির টিকিট পাকা করল অস্ট্রেলিয়া ৷ একার হাতে অজিদের 3 উইকেটে জিতিয়ে দিয়ে ম্যাক্সি বললেন, 'বিশ্বাস সবসময়ই ছিল' ৷

ম্যাচে প্রথমে ব্যাট করে 291 রান করে আফগানিস্তান। সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। 292 রান তাড়া করতে নেমে একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল মাত্র 91 রানে 7 উইকেট। প্রথম সাত উইকেট যেভাবে পড়ল তাতে অস্ট্রেলিয়ার অতি বড় সমর্থকও হয়ত ভেবেছিলেন, বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন তাঁরা। কিন্তু তারপরই লেখা হল ইতিহাস ৷

প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে অসাধ্য সাধন করার লড়াই শুরু করেন ম্যাক্সি। চাপের মুহুর্তে দমে না গিয়ে 'অ্যাটাক ইজ দ্যা বেস্ট ডিফেন্স' ফর্মুলায় হাঁটার সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। তারপর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল এক রূপকথার ইনিংসের। যা ক্রিকেট ইতিহাসে চির স্মরণীয় হয়ে থেকে যাবে।

ওয়াংখেড়ের প্রবল গরমে 50 ওভার বল করার পরে ব্যাট করা সহজ ছিল না বলে জানিয়েছেন ম্যাক্সি। ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, "প্রচণ্ড গরমে ফিল্ডিং করেছি। সেই কারণে সমস্যা হচ্ছিল। ক্র্যাম্প ধরছিল। তাই মাঝে মাঝে শুয়ে পড়ে সেটা ঠিক করার চেষ্টা করছিলাম। শেষের দিকে ব্যথা বাড়ছিল। কিন্তু তারপরও ব্যাটিং চালিয়ে গিয়েছি।" কীভাবে এ রকম ইনিংস খেললেন ? উত্তরে "আমি ইতিবাচক থেকেছি। মনের জোর ধরে রেখেছি। মনকে বুঝিয়েছি খারাপ বল পেলেই মারব।"

এরপর তাঁর সংযোজন, "নিজের উপর বিশ্বাস ছিল। বল দেখে খেলছিলাম। একটা সময়ের পরে ব্যাটে বল খুব ভাল ভাবে আসছিল। তাই শট খেলতে সুবিধা হচ্ছিল। প্রথম দুটো ম্যাচে হারার পরে সবাই ভেবেছিল আমরা আর সেমিফাইনালে উঠতে পারব না। অনেক কিছু জবাব দেওয়ার ছিল। সেটাও দিলাম।" সত্যি মাত্র 128 বলে 21টি বাউন্ডারি এবং 10টি ওভার বাউন্ডারির দিয়ে 201 রান। শেষ 19 বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন ম্যাক্সওয়েল। এমন ইনিংসের প্রশংসা কোনও বিশেষণ দিয়েই করা সম্ভব নয়।

আরও পড়ুন: 'আফগান-বিপ্লব' থামিয়ে সচিনের পাড়ায় ডাবল-সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, সেমিতে অজিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.