ETV Bharat / sports

ICC World Cup 2023: 'দিল্লি সচ মে দিলওয়ালো কি হ্যায়' ব্রিটিশের বিরুদ্ধে জয়ের পর ফ্যানেদের জন্য লিখলেন রাশিদ

author img

By ANI

Published : Oct 16, 2023, 4:58 PM IST

ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে রবিবার সকলকে চমকে দিয়েছে আফগানিস্তান ৷ আফগান বাহিনীর জন্য ফ্যানেদের সমর্থনও ছিল দারুণ ৷ এবার সেই ফ্য়ানেদেরই ধন্যবাদ জানালেন দলের স্টার স্পিনার রাশিদ খান ৷

ICC World Cup 2023
ফ্য়ানেদের ধন্যবাদ জানালেন রাশিদ খান

নয়াদিল্লি, 16 অক্টোবর: এখনও পর্যন্ত 2023 সালের বিশ্বকাপে যদি কোনও দল সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে থাকে, নিঃসন্দেহে তারা আফগানিস্তান ৷ রবিবার রাশিদ খান-মুজিব-উর-রহমানরা 69 রানে হারিয়েছেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৷ কয়েকদিন আগেই আফগান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন, যে কোনও দিন ঘুরে দাঁড়াতে সক্ষম তাঁর দল ৷ তবে সেটা যে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে ঘটবে তা হয়তো ভাবেননি কেউই ৷ এবার দিল্লির ক্রিকেট প্রেমী অনুরাগীদের সমর্থনের জন্য় তাঁদের ধন্যবাদ জানালেন রাশিদ খান ৷

  • Delhi sach mein dil walon ki hai 🙌

    A huge thank you to all the fans at the stadium who supported us and kept us going through out the game 🙏

    And to all our supporters around the 🌍 thank you for your love 💙

    — Rashid Khan (@rashidkhan_19) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় (বর্তমান নাম এক্স) একটি পোস্টে তিনি লেখেন, 'দিল্লি সচ মে দিলওয়ালো কি হ্যায় (দিল্লি সত্যিই দিলদরিয়া অনুরাগীদের) ৷ স্টেডিয়ামে যে সমস্ত ফ্যানেরা ছিলেন যাঁরা পুরো ম্যাচে আমাদের সমর্থন করেছেন তাঁদের সকলকে ধন্য়বাদ ৷ বিশ্বব্যাপী আমাদের সমর্থকদের থেকে যে ভালোবাসা পেয়েছি তার জন্য়ও সকলকে ধন্যবাদ ৷'

রবিবার প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সামনে 285 রানের টার্গেট রেখেছিল আফগানিস্তান ৷ আফগান বাহিনীর হয়ে দুরন্ত শুরু করেছিলেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ৷ 57 বলে 80 রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি ৷ অন্যদিকে ইকরাম আলিখিল 66 বলে করেন 58 রান ৷ নয়া জেটলির অরুণ জেটলি স্টেডিয়ামে 285 রান তোলাটা কিন্তু খুব বড় বিষয় ছিল ব্রিটিশ বাহিনীর জন্য় ৷ দলে মারকুটে ব্যাটারদেরও কোনও অভাব ছিল না ৷ কিন্তু এদিন খেলা বদলে দেন স্পিনাররাই ৷
আরও পড়ুন: 'গ্রেটেস্ট শো অন আর্থে' আবার বাইশে গজের লড়াই, বিশ্বকাপের মাঝেই এল সুখবর

10 ওভারে মাত্র 51 রান খরচ কর 3 উইকেট শিকার করেন মুজিব-উর-রহমান ৷ আর পাশাপাশি 3টি উইকেট শিকার করেন রাশিদ নিজেও ৷ 2টি উইকেট দখল করেন মহম্মদ নাবি ৷ অর্থাৎ স্পিনের সামনেই গুটিয়ে যায় ইংরেজ ব্যাটিং ৷ প্রসঙ্গত, আফগানিস্তানের এরপরের খেলা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.