ETV Bharat / sports

ICC World Cup 2023: গলায় ভয়ডরহীন ক্রিকেটের বার্তা, প্রত্যাশার চাপকে অ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছেন হার্দিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 1:01 PM IST

ঘরের মাঠে 2023 বিশ্বকাপ জিতে আইসিসির ট্রফিজয়ের খরা কাটাতে ভারতীয় দলের সেই অলরাউন্ডার কে হতে পারেন? বিশেষজ্ঞদের বাজি এক্ষেত্রে হার্দিক পান্ডিয়া ৷ সেই পান্ডিয়াই বিশ্বজয় অভিযানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথা বললেন আইসিসি পডকাস্টে ৷

সৌঃ টুইটার
Hardik Pandya

চেন্নাই, 8 অক্টোবর: ব্যাটার এবং বোলারদের মধ্যে সমন্বয় সাধন ভীষণভাবে জরুরি ৷ কিন্তু বিশ্বকাপ ট্রফিজয়ের ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে যে কোনও দলের সবচেয়ে জরুরি যে বিষয়টা, তা হল একজন কোয়ালিটি অলরাউন্ডার ৷ 1983 এবং 2011 বিশ্বজয়ে যে রোলটা প্লে করেছিলেন কপিল দেব নিখাঞ্জ কিংবা যুবরাজ সিং ৷ ঘরের মাঠে 2023 সালে বিশ্বকাপ জিতে আইসিসির ট্রফিজয়ের খরা কাটাতে ভারতীয় দলের সেই অলরাউন্ডার কে হতে পারেন? বিশেষজ্ঞদের বাজি এক্ষেত্রে হার্দিক পান্ডিয়া ৷ সেই পান্ডিয়াই বিশ্বজয় অভিযানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথা বললেন আইসিসি পডকাস্টে ৷ আলোচনা করলেন বিশ্বকাপ ঘিরে দেশবাসীর প্রত্যাশা নিয়ে ৷

আইসিসি ব়্যাংকিংয়ে পয়লা নম্বর দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপের সফর শুরু করছে দল ৷ তার আগে আসমুদ্র-হিমাচলের প্রত্যাশা নিয়ে বরোদা ক্রিকেটার বলেন, "সীমাহীন প্রত্যাশা উত্তেজক বিষয় ৷ বিশ্বকাপজুড়ে আমরা যে প্রচুর সমর্থন পেতে চলেছি সেটা আমাদের সেরাটা বের করে আনবে বলেই বিশ্বাস ৷" হার্দিক আরও বলেন, "আমাদের দলে বিশ্বমানের ব্যাটার এবং বোলারদের সহাবস্থান ৷ আমাদের কেবলমাত্র কাঁধে কাঁধ রেখে ভয়ডরহীন ক্রিকেট খেলে যেতে হবে ৷ প্রত্যাশার চাপকে কাজে লাগাতে হবে এবং অতীতে যা করে এসেছি সেটা করে যেতে হবে ৷"

আরও পড়ুন: স্পিনের ত্রিফলা আক্রমণে অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ পরিকল্পনা ভারতের

সাফল্য কোন পথে আসবে বলতে গিয়ে গুজরাত টাইটান্স দলনায়ক জানান, সাম্প্রতিক অতীতে বেশ অনেকটা সময় ধরে আমারা ব়্যাংকিংয়ে শীর্ষস্থানে ৷ তার মানে আমরা সত্যিই ভালো কিছু করেছি ৷ সেগুলোই বিশ্বকাপের মঞ্চে তুলে ধরার কথা বলছেন হার্দিক ৷

2019 সালের বিশ্বকাপে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে না-পারা ভারতীয় দলের শরিক ছিলেন বরোদা অলরাউন্ডার ৷ তবে সেই বিশ্বকাপে অভিজ্ঞতার ডালি 2023 এসে উজাড় করে দিতে প্রস্তুত হার্দিক ৷ ভারতীয় ক্রিকেটার বলছেন, "এটা আমার কাছে আশীর্বাদের মতো এবং আমার মা-বাবা নিশ্চয় কোনও ভালো কাজ করেছিলেন যার ফল আমি এখন পাচ্ছি ৷ দেশের হয়ে খেলা স্বপ্ন ছিল আর আমি সেই স্বপ্নেই বাঁচছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.