ETV Bharat / sports

ICC World Cup 2023: হার্দিকের দলে ফেরা নিয়ে সংশয়, ইংল্যান্ড ম্যাচের আগে চিন্তা বাড়ল রোহিতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 5:36 PM IST

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

Hardik Pandya's Injury Updates in ICC Cricket World Cup: হার্দিক পান্ডিয়ার গোড়ালির চোট এখন সেরে ওঠেনি ৷ এনসিএ-তে তাঁর রিহ্যাব চলছে পুরোদমে ৷ এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তো দুর, তারপরেও দলে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর: বিশ্বকাপে আরও দুই ম্যাচে হয়তো খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ভারতীয় দলের সহ-অধিনায়ক গত সোমবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গোড়ালির চোট নিয়ে রিপোর্ট করেছেন ৷ সেখানে তাঁর চোটের পরীক্ষার পর আরও দুই ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে এনসিএ সূত্রে খবর ৷ উল্লেখ্য, গত 22 অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় ফলো-থ্রুতে দেহের ভারসাম্য হারান হার্দিক এবং বাঁ-পায়ের গোড়ালি মুচড়ে যায় তাঁর ৷

এনসিএ-র একটি সূত্র জানিয়েছে, হার্দিক এখনও চিকিৎসার মধ্যে রয়েছেন ৷ যদিও, তাঁর বাঁ-পায়ের গোড়ালির ফোলা অনেকটাই কমে গেছে ৷ তবে, তিনি এই সপ্তাহের শেষের দিকে বোলিং শুরু করতে পারেন ৷ এই মুহূর্তে, তাঁতে সুস্থ হওয়ার জন্য আরও সময় দিতে হবে ৷’’ তবে, হার্দিক আগামী দুই ম্যাচে না খেললে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের খুব একটা সমস্যা হবে না ৷ কারণ, পরপর 5 ম্যাচ জিতে ভারত এই মুহূর্তে সেমিফাইনালের ওঠার ক্ষেত্রে খুবই সুবিধাজনক জায়গায় রয়েছে ৷ সেক্ষেত্রে হার্দিক আরও দু’টি ম্যাচে বিশ্রাম নিয়ে নক-আউটের জন্য পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে পারবেন ৷

এ নিয়ে বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ‘‘পান্ডিয়া এই মুহূর্তে খুব বাজে মোচের শিকার হয়েছেন ৷ তবে, সৌভাগ্য কোনও পেশি ছেঁড়েনি বা হাড় ভাঙেনি ৷ বিসিসিআই-এর চিকিৎসক দল তাঁর পুরোপুরি সুস্থ হওয়ার দিকে নজর দিচ্ছে ৷ ও খুব সম্ভবত আরও 2 বা 3 ম্যাচ খেলতে পারবে না ৷ নক-আউটের আগে ওকে দল পুরোপুরি ফিট হিসেবে চায় ৷’’ আগামিকাল হার্দিক পান্ডিয়ার দ্বিতীয়বার ফিটনেস পরীক্ষা হবে ৷ সেই পরীক্ষার রিপোর্টের উপর নির্ভর করবে, হার্দিক কত দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৷ বাঁ-পায়ে কোনওরকম অস্বস্তি ছাড়া বল করতে পারলেই ভারতের সহ-অধিনায়ককে ফিট সার্টিফিকেট দেওয়া হবে ৷

আরও পড়ুন: রবিবার সামনে ‘থ্রি লায়ন্স’, রোহিতদের ফেলে ট্রেকিংয়ে গেলেন দ্রাবিড়-রাঠৌররা

তবে, এনসিএ ও বিসিসিআই সূত্রদের দাবি অনুযায়ী, হার্দিক আগামী 29 অক্টোবর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং 2 নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিশ্চিতভাবে খেলতে পারবেন না ৷ আর তার পরেই এবারের বিশ্বকাপে সবচেয়ে ভয়কংর দেখানো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 নভেম্বর খেলতে নামবে ভারত ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত সেই ম্যাচে হার্দিক ফেরেন কিনা, সেটাই দেখার ৷ তবে, লখনউ ম্যাচে ভারতীয় দলের কম্বিনেশন কী হবে ? সেটাই এখন দেখার ৷

নিউজিল্যান্ড ম্যাচে মহম্মদ শামি দুরন্ত পারফর্ম করেছেন ৷ আবার লখনউয়ে ভারত তিন স্পিনারে খেলতে পারে ৷ সেক্ষেত্রে অশ্বিন 8 নম্বরে নামলে, ভারতের ব্যাটিং অনেকটাই শক্তিশালী হবে ৷ কিন্তু, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে 6 নম্বরে খেলানো হবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে ৷ আর তিনি খেললে, মহম্মদ শামিকে কি পারফর্ম করেও বাইরে বসতে হবে ? নাকি, সিরাজকে বসানোর ব্যাপারে দল ভাববে ? সেটাই এখন দেখার ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.