ETV Bharat / sports

ICC World Cup 2023: লিটনের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে মচকাল গোড়ালি, মাঠ ছাড়লেন হার্দিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 2:58 PM IST

Updated : Oct 19, 2023, 11:08 PM IST

Pic Twitter
চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক

চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া ৷ বোলিং করতে গিয়ে বৃহস্পতিবার গোড়ালিতে চোট পেলেন এই ভারতীয় অলরাউন্ডার ৷ রোহিত শর্মাদের জন্য আশঙ্কার কারণ হতে পারে হার্দিকের এই চোট ৷

পুনে, 19 অক্টোবর: চোট-আঘাত সকাল থেকেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৷ বৃহস্পতিবার চোটের কারণে মাঠে নামতে পারেননি শাকিব আল হাসান ৷ আর এবার চোটের জেরে মাঠের বাইরে যেতে রোহিতব্রিগেডের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ নবম ওভারে বোলিং করতে গোড়ালিতে চোট পান তিনি ৷ মাঠে বেশ কিছুক্ষণ ফিজিয়োর চেষ্টায় বরোদা ক্রিকেটার দাঁড়ালেন ঠিকই তবে আর বোলিংয়ে ফিরতে পারলেন না হার্দিক ৷

এদিনের ম্যাচে মাত্র তিনটি বল করেই মাঠ ছাড়তে হল হার্দিককে ৷ ওভারের চতুর্থ বলে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়েই গোড়ালি মচকে যায় হার্দিকের ৷ মাঠ থেকে বেরিয়ে যাবার সময় ফিজিয়োর সাহায্য় দরকার না-হলেও বেশ খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়লেন হার্দিক ৷ সবমিলিয়ে পরিস্থিতি বেশ আশঙ্কাজনক ৷ এমনকী তাঁর অসমাপ্ত ওভারটি এদিন শেষ করেন বিরাট কোহলি ৷

হার্দিকের চোট রোহিত শর্মার টিমের জন্য় বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ তাঁর জায়গায় আপাতত আরেকটু বেশি বোলিংয়ের দায়িত্ব নিতে হবে শার্দূল ঠাকুরকে ৷ হার্দিকের চোট কতখানি গুরুতর তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ এদিনের ম্যাচ ভারতের জন্য় বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ ইতিমধ্যেই বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে রোহিত শর্মার দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে জয়যাত্রা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে 'মেন ইন ব্লু' ৷

আরও পড়ুন: একাদশ অপরিবর্তিত রোহিত ব্রিগেডের, ছত্রপতির শহরে টস জিতে ব্যাটিং শাকিবহীন বাংলাদেশের

রোহিতের জন্য এই জয় যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তদের জন্য ৷ প্রথম ম্য়াচে আফগানিস্তানকে হারানোর পর পরের দু'টি লাগাতার হারের সম্মুখীন হতে হয়েছে বাংলা টাইগারদের ৷ প্রথমে ইংল্যান্ড এবং পরে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের ৷ তাই শাকিবের অনুপস্থিতিতে এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া তাঁরা ৷

Last Updated :Oct 19, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.