ETV Bharat / sports

খালিস্তানি জঙ্গিকে শহিদ লেখা পোস্ট ! ক্ষমা চাইলেন ভাজ্জি

author img

By

Published : Jun 8, 2021, 8:30 AM IST

অপারেশন ব্লু স্টারের 37তম বর্ষপূর্তি ছিল রবিবার ৷ সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন হরভজন সিং ৷ ছবিটিতে খলিস্তানি জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রালওয়ালকে শহিদ বলে উল্লেখ করা ছিল ৷

Harbhajan Singh
Harbhajan Singh

চণ্ডীগড়, 8 জুন : খলিস্তানি জঙ্গি নেতার ছবির পাশে শহিদ লেখা ছিল ৷ সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং ৷ আর এতেই প্রবল সমালোচনার মুখে পড়লেন তিনি ৷ পোস্ট ঘিরে বিতর্ক শুরু হলে টুইটারে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন ভাজ্জি ৷ এই বিষয়ে সাফাই দিতে গিয়ে হরভজন বলেছেন, ওই ছবিটি তাঁর হোয়্যাটসঅ্যাপে এসেছিল ৷ কিছু না বুঝে তাড়াহুড়ো করে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি ৷

অপারেশন ব্লু স্টারের 37তম বর্ষপূর্তি ছিল রবিবার ৷ সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন হরভজন সিং ৷ ছবিটিতে খলিস্তানি জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রালওয়ালকে শহিদ বলে উল্লেখ করা ছিল ৷ সঙ্গে আরও কয়েকজন ছবি ছিল ৷ পঞ্জাবি ভাষায় ওই পোস্টে লেখা ছিল, "1984 সালের 1 থেকে 6 জুন পর্যন্ত শ্রী হরমন্দির সাহিবের ভেতরের অভিযানে শহিদদের আন্তরিক শ্রদ্ধা জানাই ৷" পোস্ট শেয়ার করতেই প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি ৷ শুরু হয় বিতর্ক ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দুবাইয়ে কার রেসিংয়ে মজে সৌরভ, সমালোচনার জেরে মুছলেন পোস্ট

এরপর টুইটারে একটি পোস্ট করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন ভাজ্জি ৷ তিনি লেখেন, ইনস্টাগ্রামে আমার পোস্ট নিয়ে কিছু বিষয় পরিষ্কার করে দিতে চাই ৷ ওটা হোয়্যাটসঅ্যাপ ফরোয়ার্ড ছিল ৷ যেটা আমি না বুঝে তাড়াহুড়ো করে পোস্ট করেছিলাম ৷ এটা আমার ভুল ছিল ৷ আমি সেটা মেনে নিচ্ছি ৷ ওই পোস্ট এবং পোস্টের মধ্যে যাদের ছবি ছিল তাদের মতাদর্শকে আমি কোনওভাবেই সমর্থন করি না ৷ আমি সেই শিখ যে দেশের জন্য লড়াই করে, এর বিরুদ্ধে নয় ৷

তিনি আরও লেখেন, "দেশবাসীর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি ৷ দেশবিরোধী কোনও গোষ্ঠী যারা এদেশের মানুষের বিরুদ্ধে তাদের আমি সমর্থন করি না ৷ আর কোনওদিন করব না ৷ 20 বছর ধরে দেশের জন্য রক্ত, ঘাম ঝরিয়েছি ৷ এমন দেশবিরোধী কোনও কিছুকে আমি সমর্থন করি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.