ETV Bharat / sports

আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন, করোনায় পিতৃহারা চেতন সাকারিয়া

author img

By

Published : May 9, 2021, 3:32 PM IST

সৌরাষ্ট্রের হয়ে খেলা চেতন সাকারিয়াকে 1কোটি 20 লাখ টাকায় কেনে রাজস্থান রয়্যালস ৷ বদলে যায় সাকারিয়া পরিবারের জীবন ৷

Chetan Sakariya
Chetan Sakariya

ভাবনগর, 9 মে : রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের মঞ্চে আবির্ভাব লগ্নেই নজর কেড়েছিলেন ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ডেবিউ ম্যাচেই তুলে নিয়েছিলেন তিনটি উইকেট ৷ আইপিএল স্থগিত হওয়ার পর গুজরাতের ভাবনগরের বাড়িতে বাড়ি ফিরেছিলেন ডান হাতি পেসার চেন সাকারিয়া ৷ কিন্তু ফেরাটা সুখের হল না ৷ করোনায় মাত্র 22 বছর বয়সে পিতৃহারা হলেন চেতন ৷ করোনায় আক্রান্ত বাবা কাঞ্জিভাই সাকারিয়ার গত 11 দিন ধরে চিকিৎসা চলছিল ৷

আইপিএল চলার সময় করোনায় আক্রান্ত হন চেতনের বাবা ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর বায়ো বাবল থেকে বেরিয়ে সোজা বাবাকে দেখতে হাসপাতালে যান চেতন ৷ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আইপিএলের জন্যই বাবার চিকিৎসা করাতে পারছেন ৷ কিন্তু শত চেষ্টাতেও বাবাকে ফেরাতে পারলেন না চেতন ৷ 11 দিনের লড়াই শেষ হল আজ ৷ চলতি বছরে এটি সাকারিয়া পরিবারের দ্বিতীয় মৃত্যু ৷ গত ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেন চেতনের ভাই ৷

  • It pains us so much to confirm that Mr Kanjibhai Sakariya lost his battle with Covid-19 earlier today.

    We're in touch with Chetan and will provide all possible support to him and his family in this difficult time.

    — Rajasthan Royals (@rajasthanroyals) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ

আইপিএলে এবারই প্রথমবার নিলামে ওঠেন চেতন সাকারিয়া ৷ বেশ প্রাইস ছিল 20 লাখ টাকা ৷ সৌরাষ্ট্রের হয়ে খেলা চেতন সাকারিয়াকে 1কোটি 20 লাখ টাকায় কেনে রাজস্থান রয়্যালস ৷ বদলে যায় সাকারিয়া পরিবারের জীবন ৷ গতবছর পর্যন্ত বাড়িতে টিভি কেনার টাকা ছিল না চেতনের বাবা কাঞ্জিভাই সাকারিয়ার ৷ তিনি চাইতেন না চেতন ক্রিকেট খেলুক ৷ মনে করতেন এটি বড়লোকের খেলা ৷ সেই ক্রিকেটই তাঁর স্বপ্নকে সত্যি করে ৷

চেতনের বাবার মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে ৷ শোকবার্তা পাঠিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষও ৷ এই দুঃসময়ে চেতনের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছে জয়পুরের ফ্র্যাঞ্চাইজিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.