ETV Bharat / sports

The Ashes 2023: অ্যাসেজে অজিদের বিরুদ্ধে 'বাজবল' থিওরি থ্রি-লায়ন্সের

author img

By

Published : Jun 16, 2023, 12:53 PM IST

ওয়ান ডে মোডে টেস্ট ক্রিকেট ৷ গত দেড় বছরে ইংল্যান্ডের এই থিওরি বিশ্বের অধিকাংশ টেস্ট খেলিয়ে প্রথমসারির দলের কাছে সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এ বার অ্যাসেজের প্রথম রাউন্ডে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই একই ফর্মুলা প্রয়োগ করতে চলেছে থ্রি-লায়ন্স ৷

The Ashes 2023 ETV BHARAT
The Ashes 2023

বার্মিংহ্যাম, 16 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের মুখোমুখি বেন স্টোকসের ইংল্যান্ড ৷ আজ থেকে শুরু হচ্ছে 'দ্য অ্যাসেজ সিরিজ' ৷ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে খেলবে ইংল্যান্ড ৷ তার নাম,'বাজবল' ৷ মূলত, ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্র্যান্ডন ম্যাককুলামের থিওরি এটি ৷ এই থিওরিতে প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে যাওয়ার পরিকল্পনা করে মাঠে নামেন স্টোকসরা ৷ বলতে গেলে, ওয়ান ডে-র কায়দায় টেস্ট ক্রিকেট খেলা হয় এই ফর্মুলায় ৷ ম্যাককুলামের এই থিওরিকেই বলা হচ্ছে, 'বাজবল' ৷

এই মুহূর্তে অ্যাসেজ অস্ট্রেলিয়ার দখলে ৷ 2021-22 অ্যাসেজে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে 4-0 সিরিজ হেরে ফিরেছিল ইংল্যান্ড ৷ অধিনায়কত্ব গিয়েছিল জো রুটের ৷ তারপর থেকে 14 টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন বেন স্টোকস ৷ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন তাঁরা ৷ আর বিদেশে পাকিস্তান ও নিউজিল্যান্ডে গিয়ে সাফল্য পেয়েছে থ্রি লায়ন্স ৷ এই সব ক্ষেত্রে এই 'বাজবল' থিওরি কাজে লাগিয়েছে ইংল্যান্ড।

এবার ঘরের মাঠে অ্যাসেজে সিরিজে সেই ফর্মুলাতেই খেলবে ইংল্যান্ড ৷ মূলত ব্যাটিংয়ের ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগানো হবে ৷ শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ব্যাকফুটে ঠেলে দেওয়া কৌশল নেবেন ইংল্যান্ডের ব্যাটারার ৷ ক্রিকেট জীবনে ব্র্যান্ডন ম্যাককুলাম ঠিক এই কাজটাই করতেন ৷ তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ যে কোনও সময় ব্যাকফুটে চলে যেত ৷ সেই কারণে আজও টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি 'বাজ'-এর নামেই রয়েছে ৷ এ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, "আমরা একটা ধরন বেছে নিয়েছি ৷ আর সেভাবে ক্রিকেট খেলে আমরা সফল হয়েছি ৷ এখানেও আমরা সেটাই করব এবং সফল হব ৷"

আরও পড়ুন: 12 জুলাই থেকে শুরু ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা

তবে, প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া মোটেই হেলাফেলার করার বিষয় নয় ৷ বিশেষত, অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ নিয়ে ইংল্যান্ডকে চিন্তা করতেইব হবে ৷ ক্যাপ্টেন প্যাট কামিন্স থেকে শুরু করে স্কট বোল্যান্ড দূরন্ত ফর্মে রয়েছেন ৷ ভারতের বিরুদ্ধে ফাইনালে তার প্রমাণ মিলেছে ৷ তবে, মিচেল স্টার্কের ফর্ম অজি টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হতে চলেছে ৷ তিনিই একমাত্র বোলার যার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা প্রাণ খুলে শট খেলেছিলেন ৷ তবে, স্টার্ক চ্যাম্পিয়ন বোলার, তাতে সন্দেহ নেই ৷ তাই তাঁর ছন্দ ফিরে পেতে এক ওভার অথবা একটা মাত্র বল লাগবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ ? এশিয়া কাপের দিনক্ষণ জানাল এসিসি

অন্যদিকে, এবারের অ্যাসেজে স্টিভ স্মিথ, মার্নস লাবুসান ও উসমান খোয়াজা বনাম জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দ্বৈরথ সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ৷ ইংল্যান্ডের দুই সর্বকালের সেরা স্যুইং বোলারকে সামলানো স্মিথ-লাবুসানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আর ওভারকাস্ট পরিস্থিতি হলে জিমি ও ব্রড যে অজি টপ-অর্ডারকে তছনছ করে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.