ETV Bharat / sports

শতরান রুটের, আত্মবিশ্বাসী ইংল্যান্ডকে থামাতে ভরসা বুমরা-ইশান্ত

author img

By

Published : Feb 5, 2021, 8:15 PM IST

Updated : Feb 5, 2021, 8:40 PM IST

নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন জো ৷ বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন ৷ দিনের একেবারে শেষ ওভারে বুমরার বলে আউট হয়ে ফিরলেন ওপেনার সিবলে ৷

চালকের আসনে ইংল্যান্ড
চালকের আসনে ইংল্যান্ড

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা সফরে যেখানে শেষ করেছিলেন, ভারতে সেখান থেকেই শুরু করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ নিজের শততম টেস্টে ব্যাট হাতেও ফুল ফোটালেন ব্রিটিশ অধিনায়ক ৷ প্রথম দিনের শেষে করলেন অপরাজিত 128 রান ৷ অন্য দিকে তাঁকে দুরন্ত সংগত দিলেন ওপেনার ডোমিনিক সিবলে ৷ দু’জনের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড ৷ দিনের শেষে 3 উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ 263 রান ৷

এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেননি রুট ৷ অধিনায়কের সিদ্ধান্ত ফলপ্রসূ হয় দুই ওপেনারের দুরন্ত শুরুতে ৷ রোরি বার্নস যখন আউট হন, তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে 63 রান উঠে গিয়েছে ৷ দিনের প্রায় 24 ওভার খেলে ফেলেছিলেন দুই ওপেনার ৷

প্রথমে অশ্বিনের বলে রোরি বার্নস ও পাঁচ বল পরে বুমরার শিকার হন ড্যানিয়েল লরেন্স ৷ পরপর দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারতীয়রা ৷ দুই পেসার ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরা আপ্রাণ চেষ্টা করেন ৷ ক্রমাগত বোলিং করানো হয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিমকে দিয়ে ৷ কিন্তু কোনও উইকেট তুলে নিতে পারেননি ভারতীয় স্পিনাররা ৷

কম সময়ের ব্যবধানে দুই উইকেট হারালেও, ইনিংসের হাল ধরেন শততম টেস্ট খেলতে নামা জো রুট ও ওপেনার সিবলে ৷ একদিকে ক্রমাগত ডিফেন্স করে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার কাজ করলেন ডোমিনিক সিবলে ৷ অন্যদিকে স্কোরবোর্ড সচল রাখার কাজ করলেন জো রুট ৷

আরও পড়ুন : ঈশ্বরের পতন ! "সব শ্রদ্ধা হারালাম" জানিয়ে দিলেন ভক্তরা

নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখলেন জো ৷ বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন ৷ দিনের একেবারে শেষ ওভারে বুমরার বলে আউট হয়ে ফিরলেন ওপেনার সিবলে ৷ খেললেন 87 রানের ইনিংস ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের উপর ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গায় ইংল্যান্ড ৷

Last Updated : Feb 5, 2021, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.