ETV Bharat / sports

সুপার ওভার থ্রিলারে হায়দরাবাদকে হারাল দিল্লি

author img

By

Published : Apr 26, 2021, 6:57 AM IST

পৃথ্বী শ-এর অর্ধশতরান এবং ঋষভ পন্থ, স্টিভ স্মিথদের মিলিত প্রয়াসে নির্ধারিত ওভারে 159 তোলে দিল্লি ক্যাপিটালস ৷

panth
panth

চেন্নাই, 26 এপ্রিল : 14তম আইপিএলের প্রথম সুপার ওভার ৷ আর সুপার ওভার মানেই টানটান উত্তেজনা ৷ স্নায়ুর চাপের পরীক্ষা ৷ সেই কাজে সফল দিল্লি ক্যাপিটালস ৷ শেষ বল পর্যন্ত বজায় থাকল উত্তেজনা ৷ তবে ফলাফল গেল দিল্লির পক্ষে ৷ সুপার সানডেতে সুপার ওভারের থ্রিলারে ওয়ার্নারের সাইরাইজার্স হায়দরাবাদকে হারাল দিল্লি ক্য়াপিটালস ৷

পৃথ্বী শ-এর অর্ধশতরান এবং ঋষভ পন্থ, স্টিভ স্মিথদের মিলিত প্রয়াসে নির্ধারিত ওভারে 159 তোলে দিল্লি ক্যাপিটালস ৷ রান তাড়া করতে নেমে প্রথমেই ওয়ার্নারের উইকেট হারায় হায়দরাবাদ ৷ ইনিংসের হাল ধরেন হায়দরাবাদের দুই বিদেশি কেন উইলিয়ামসন এবং জনি বেয়ারস্টো ৷ উইলিয়ামসন 51 বলে অপরাজিত 66 রানের ইনিংস খেলেন ৷ বেয়ারস্টোর অবদান 18 বলে 38 রান ৷ বেয়ারস্টো ফেরার পর অন্য কেউ উইলিয়ামসনকে সঙ্গ দিতে পারেননি ৷ ম্যাচ জিততে শেষ 2 ওভারে 28 রানের প্রয়োজন ছিল হায়দরাবাদের ৷ 19তম ওভারে ব্যাট করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অখ্যাত জগদীশ সূচিথ ৷ আবেশ খানের বলে দুটো চার মারেন তিনি ৷ সেই ওভারে 12 রান ওঠে ৷ ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় 16 রানের ৷

আরও পড়ুন : রোববারের বারবেলায় ইনিংসের শেষপাতে জাত চেনালেন স্যার জাদেজা

বল করতে আসেন কাগিসো রাবাদা ৷ প্রথম বলটি ওয়াইড হয় ৷ ফের প্রথম বল করলে বাউন্ডারি হাঁকান কেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় বলে বাই হিসেবে ওঠে 1 রান ৷ তৃতীয় বলে ছক্কা হাঁকান সূচিথ ৷ চতুর্থ বলে বাই হিসেবে 1 রান ও পঞ্চম বলে 1 রান নেন উইলিয়ামসন ৷ শেষ বলে 1 রান নেন সূচিথ ৷ শেষ ওভারে 15 রান ওঠায় ম্যাচ গড়ায় সুপার ওভারে ৷ সুপার ওভারে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন ব্যাট করতে নেমে 7 রান তোলে ৷ জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল 8 রানের ৷ স্নায়ুর চাপ ধরে রেখে প্রয়োজনীয় রান তুলে নেন ঋষভ পন্থরা ৷

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস ৷ প্রথম স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাদের পয়েন্ট ফারাক নেই ৷ তবে নেট রান রেটের ভিত্তিতে এগিয়ে সিএসকে ৷ অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ নেমে গিয়েছে সাত নম্বরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.