ETV Bharat / sports

অবসরে ডেভি, বিশ্বজয়ের পর একদিনের ক্রিকেটকেও বিদায় ওয়ার্নারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 9:27 AM IST

Updated : Jan 1, 2024, 10:01 AM IST

Warner Quits ODI Cricketr: বিশ্বজয়ের পর ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার ৷ অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে নিজেকে উজার করে দিয়েছিলেন এই বাঁ-হাতি ওপেনার ৷ এবার টেস্ট ফরম্যাটের পর ওডিআই থেকেও সরে দাঁড়ালেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

সিডনি, 1 জানুয়ারি: বিশ্বজয়ের পর ওডিআই ফরম্যাটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার ৷ অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট- ম্যাথু হেডেনদের পরবর্তী প্রজন্মের অন্যতম বিস্ফোরক ব্যাটার হিসাবেই পরিচিত ৷ শেষ ওডিআই বিশ্বকাপেও শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ এর আগেই তিনি জানিয়েছিলেন টেস্ট ফরম্যাট থেকে সরে যাচ্ছেন ৷ এবার পালা পঞ্চাশ ওভারের খেলার।

ওয়ার্নার নিজেই জানিয়েছেন, টেস্ট ফরম্যাটের পাশাপাশি একদিনের ক্রিকেট থেকেও অবসর নিতে চান ৷ 37 বছর বয়সি অজি তারকা স্থানীয় সময় সোমবার বলেন, "আমি অবশ্যই ওয়ান ডে ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছি ৷ আমি বিশ্বকাপের সময় থেকেই এটা বলে আসছি ৷ আর ভারতে বিশ্বজয় সত্যি একটা দারুণ ঘটনা ৷"

শেষ বিশ্বকাপে 10 ম্যাচে 528 রান করেছিলেন ডেভি ৷ অজি ওপেনারের ব্যাট থেকে এসেছিল দু'টি শতরানও ৷ শুধু তাই নয় প্রথম অজি ওপেনার হিসাবে দু'টি ওডিআই বিশ্বকাপে 500-এরও বেশি রান করার কৃতিত্বও রয়েছে তাঁর ৷ শুধুমাত্র ওডিআই বিশ্বকাপের হিসাব বলছে 56.55 ব্যাটিং গড়ে 1527 রান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ অলটাইম রেকর্ডবুকে চোখ রাখলেও মাত্র পাঁচ জন ব্যাটার রয়েছেন সারা বিশ্বে যাঁরা বিশ্বকাপে এর বেশি রান করেছেন ৷

ডেভির ওডিআই স্ট্যাটিস্টিকসও দারুণ ৷ তাঁর ব্যাট থেকে এসেছে 6932 রান ৷ ব্যাটিং গড় 45.30 ৷ স্ট্রাইক রেট 97.26 ৷ এই ধরনের হিসেব নিকেশ দেখলে দিনশেষে যে কোনও ক্রিকেটারেরই খুশি হওয়ার কথা ৷ 2009 সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই ব্যাটার ৷

2025 সালে চ্যাম্পিয়নস ট্রফি কি খেলবেন? সেই বিষয়টি অবশ্য সময়ের ওপরেই ছেড়ে দিয়েছেন ওয়ার্নার ৷ তিনি বলেন, "এবার পরিবারকে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে...আমি জানি চ্যাম্পিয়নস ট্রফি আসছে ৷ যদি আমি দু'বছর ধরে ভালো ক্রিকেট খেলতে পারি আর ওদের কাউকে দরকার হয় তা হলে আমি অবশ্যই খেলব ৷" আগামী 3 জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শেষ টেস্টটি খেলবেন এই ব্যাটার ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ রিচার লড়াই, ওডিআই সিরিজ জিতে হরমনপ্রীতদের বিরুদ্ধে টেস্ট হারের বদলা অজিদের
  2. নেটে ব্যাট করতে গিয়ে বাঁ-কাঁধে চোট শার্দূলের! কেপটাউন টেস্টে অনিশ্চিত
  3. কুপারের জুতোয় পা গলিয়ে আইএসএলে ফিরলেন খালিদ, সবুজ মেরুনে অনিশ্চিত সানা
Last Updated : Jan 1, 2024, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.