ETV Bharat / sports

Manoj Tiwary : মন্ত্রীত্ব এবং ক্রিকেটের ভারসাম্য রেখেই রণজি জয়ের স্বপ্ন মনোজ তিওয়ারির

author img

By

Published : Sep 3, 2021, 10:31 PM IST

ক্রিকেটার মনোজ তিওয়ারির জীবনে পরিবর্তন এসেছে । রাজনৈতিক ক্ষেত্রে শুধু পা রাখেননি, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়েছেন । মন্ত্রী হলেও ব্যাট-বল তুলে রাখেননি । বরং ব্যস্ত জীবনের ঝক্কি সামলে আরও বেশি করে ক্রিকেটে মনোনিবেশ করেছেন ।

Manoj Tiwary
Manoj Tiwary

কলকাতা, 3 সেপ্টেম্বর : কোভিড পরিস্থিতির উন্নতি চোখে পড়তেই স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা শুরু হয়ে গিয়েছে । খেলাধূলার প্রাঙ্গণে বল গড়ানো শুরু হয়েছে । এমনকি দর্শক প্রবেশের বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে । এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, কলকাতায় হবে এবারের রণজি ট্রফির ফাইনাল ৷ ফলে ঘরের মাঠে রণজি জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে বাংলা দলের শিবিরে এখন সাজো সাজো রব ।

করোনা পরিস্থিতির আগে শেষবার রণজি ট্রফির ফাইনালে খেলেছিল বাংলা । সেই দলের অন্যতম প্রধান সদস্য মনোজ তিওয়ারি বলছেন, "ঘরের মাঠে চেনা পরিবেশে খেলার সুবিধা রয়েছে । তবে বাংলা যে গ্রুপে পড়েছে তা তুলনামূলকভাবে সহজ বলে আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই ।" মাঝের সময়ে ক্রিকেটার মনোজ তিওয়ারির জীবনে পরিবর্তন এসেছে । রাজনৈতিক ক্ষেত্রে শুধু পা-ই রাখেননি, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন । মন্ত্রী হলেও ব্যাট-বল তুলে রাখেননি । বরং ব্যস্ত জীবনের ঝক্কি সামলে আরও বেশি করে ক্রিকেটে মনোনিবেশ করেছেন ।

মনোজের কথায়, "মানুষের হয়ে কাজ করার সুযোগ পেয়েছি । তা কাজে লাগাতে চাই । যে প্রতিকুলতা বড় হওয়ার পথে দেখেছি তা দূর করার একটা চেষ্টা করছি । রাজনৈতিক ব্যস্ততা এবং ক্রিকেটের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি ।" বাংলা দলের রণজি প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, "আমাদের সামনে ভাল পারফরম্যান্সের সুযোগ রয়েছে । অনুশীলন ভাল হচ্ছে । ছেলেরা নিজেদের মেলে ধরার চেষ্টা করছে । সব মিলিয়ে ভাল কিছুর আশা করা যেতেই পারে ৷"

আরও পড়ুন : India vs England: পোপের ব্য়াটে ভর করে ভারতকে টপকে গেল ইংল্য়ান্ড

শেষবার বাংলা দলের ফাইনাল খেলার নেপথ্যে কারিগর ছিল অনুস্টুপ মজুমদার, অভিষেক রামন, মনোজ তিওয়ারিদের ব্যাট হাতে ভাল পারফরম্যান্স । পাশাপাশি বল হাতে আকাশ দীপ, মুকেশ, ইশান পোড়েলদের আগুনে বোলিং প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি । মনোজ বলছেন, বেশ কয়েকজন ভাল ক্রিকেটার এবছরও উঠে এসেছে । ফলে দলগত সংহতি নির্ভর পারফরম্যান্স করতে পারলে স্বপ্নপূরণ হতেই পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.