ETV Bharat / sports

Axar Visits Mahakaleshwar Temple: উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

author img

By

Published : Feb 27, 2023, 1:19 PM IST

Updated : Feb 27, 2023, 6:10 PM IST

অক্ষর প্যাটেল এবং তাঁর স্ত্রী মেহা প্যাটেল আজ ভোর 3টেয় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরে মহাকাল মন্দিরে আরতিতে অংশ নেন (Axar Visits Mahakaleshwar Temple)।

Axar Visits Mahakaleshwar Temple ETV Bharat
সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 27 ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরে মহাকাল মন্দিরে (Axar Visits Mahakaleshwar Temple) পুজো দিলেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল । স্ত্রী মেহাকে নিয়ে প্রখ্যাত মন্দিরে শিবকে প্রণাম করার পাশাপাশি সোমবার ভোর 3টেয় 'ভস্ম আরতি'-তে অংশ নেন তিনি ।

ভস্ম আরতি ও জল অভিষেক: এরপর তাঁরা মহাকালের পুজো করতে গর্ভগৃহে প্রবেশ করেন । মন্দিরের পুরোহিতের নির্দেশ মেনে পুজোর আচার পালন করেন তাঁরা ৷ 'ভস্ম আরতি'-তে অংশ নেওয়ার পর অক্ষর প্যাটেল তাঁর স্ত্রী মেহাকে (Axar Patel visits Mahakaleshwar temple with wife) নিয়ে শিবলিঙ্গে 'জল অভিষেক' আচার পালন করেন ।

প্রকাশ্যে মন্দিরে অক্ষর দম্পতির ভিডিয়ো: মন্দিরের যাবতীয় প্রথা মেনে পুজো দেন অক্ষয় ও মেহা ৷ মন্দিরের পুরোহিত গুরু বাবলু দম্পতিকে 'জল অভিষেক' করতে সাহায্য করেন ৷ একটি ভিডিয়োতে প্যাটেল দম্পতিকে শিবকে প্রণাম করতে দেখা গিয়েছে । নন্দী হল থেকে সকালের আরতিতেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁদের ।

সদ্য বিয়ে হয় অক্ষরের: পুরোহিত ওই দম্পতির হাতে ফুলের মালাও তুলে দেন ৷ সেই মালা মহাকালকে 'প্রসাদ' হিসেবে দেওয়া হয় । চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে অর্থাৎ 26 জানুয়ারি গুজরাতের ভদোদরায় মেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষর প্যাটেল ৷ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টেই একাদশে ছিলেন তিনি (Axar Patel and wife Meha Patel in Ujjain) ৷

Axar Visits Mahakaleshwar Temple ETV Bharat
সস্ত্রীক পুজো দিলেন অক্ষর প্যাটেল

আরও পড়ুন: পন্তের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স: দিল্লি টেস্টে অক্ষর প্যাটেল প্রথম ইনিংসে 74 রান করেন যা দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার 263 রানের জবাবে ভারতকে 262 রান করতে বিশেষ সাহায্য করেছিল । এছাড়াও তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাটেই খেলেছেন । তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেন । 2015 সালে জিম্বাবোয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় অক্ষরের ।

মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন রাহুল-আথিয়াও: শনিবার নববিবাহিত দম্পতি কেএল রাহুল এবং আথিয়া শেট্টি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন । মন্দিরে আরতি করে আশীর্বাদ কামনা করেন এই সেলেব দম্পতি । আগামী বছরগুলিতে ভারতীয় ক্রিকেট দল যাতে ভালো খেলে সেই প্রার্থনা করেন এই ক্রিকেটার ৷

Last Updated :Feb 27, 2023, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.