ETV Bharat / sports

"এক বল মিসের জন্য ধন্যবাদ", তেওয়াটিয়াকে শুভেচ্ছা জানিয়ে মজার টুইট যুবির

author img

By

Published : Sep 28, 2020, 4:15 PM IST

Y
Y

2007 সালের টি -20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয়টি ছয় হাঁকিয়ে 36 রান তোলেন যুবি ।

পঞ্জাব, 28 সেপ্টেম্বর : গতকাল IPL- এর মঞ্চে তাঁর রেকর্ড প্রায় স্পর্শই করে ফেলেছিলেন রাহুল তেওয়াটিয়া । ওভারের একটি বল মিস করেন তেওয়াটিয়া । ফলে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড হয়নি । এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন যুবরাজ সিং । এই নিয়ে মজা করে টুইটও করলেন । একটি বল মিস করার জন্য রাজস্থান রয়্যালসের জয়ের নায়ককে ধন্যবাদ জানালেন ।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে 18তম ওভারে শেলডন কটরেলকে টার্গেট করেন রাহুল তেওয়াটিয়া । ওভারের প্রথম বলে শেলডন কটরেলের বাউন্সার গিয়ে আছড়ে ফেলেন বাউন্ডারিতে । ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, লং-অফ, মিড-উইকেটের উপর দিয়ে বাকি তিনটি বল পাঠান । পঞ্চম বলটি মিস করার পর ওভারের শেষ বলটিও মিড-উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে পাঠান । আউট হওয়ার আগে আরও একটি ছয় মারেন তেওয়াটিয়া ।

ওই ওভারে 30 রান তুললেও একটি বল মিস করায় যুবির ছয় ছক্কার রেকর্ড ছুঁতে পারেননি রাহুল । চলতি বছরে যুবরাজের এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ডের 13 বছর পূর্ণ হয়েছে । 2007 সালের টি-20 বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয়টি ছয় হাঁকিয়ে 36 রান তোলেন যুবি । এরপর অন্য কোনও ভারতীয়কে এই নজির গড়তে দেখা যায়নি । গতকাল রাজস্থানের বিরুদ্ধে যুবিকে প্রায় ছুঁয়েই ফেলেছিলেন রাহুল তেওয়াটিয়া । তাই হরিয়ানার এই অলরাউন্ডারের প্রশংসা করে টুইটারে যুবরাজ লেখেন, “না ভাই হল না । একটা বল মিস করার জন্য ধন্যবাদ ।" এরপর রাজস্থান টিমকে জয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.