ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

author img

By

Published : Feb 3, 2021, 1:27 PM IST

সিরিজ আপাতত পিছিয়ে যাওয়ায় মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এগজ়িকিউটিভ অফিসার নিক হকলেয় খুবই দুঃখিত বলে জানিয়েছিলেন ৷ এরপরই তিনি জানান, ‘‘আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে এখানে সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছিলাম ৷ কিন্তু, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে সেই সঙ্গে কোয়ারানটিনের সময়সীমাও যুক্ত ফলে এই প্রস্তাব তাদের পক্ষে মানা সম্ভব নয় ৷’’

we-did-everything-possible-also-offered-to-host-south-africa-cricket-australia
সাউথ আফ্রিকাকে তাদের দেশে সিরিজ আয়োজনের প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, 3 ফেব্রুয়ারি : মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ এবার দক্ষিণ আফ্রিকা বোর্ডকে নিজেদের দেশে সিরিজ আয়োজন করার প্রস্তাব দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৷ গতকালের ঘোষণার পর এমনটাই জানালেন অস্ট্রেলিয়া বোর্ডের অন্তর্বর্তী প্রধান এগজ়িকিউটিভ অফিসার নিক হকলেয় ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় কোরোনার নয়া স্ট্রেন ভয়াবহ আকার নেওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তার কথা মাথায় রেখে সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

সিরিজ আপাতত পিছিয়ে যাওয়ায় মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এগজ়িকিউটিভ অফিসার নিক হকলেয় খুবই দুঃখিত বলে জানিয়েছিলেন ৷ এরপরই তিনি জানান, ‘‘আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে এখানে সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছিলাম ৷ কিন্তু, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে সেই সঙ্গে কোয়ারানটিনের সময়সীমাও যুক্ত ফলে এই প্রস্তাব তাদের পক্ষে মানা সম্ভব নয় ৷’’

আরও পড়ুন : করোনা মহামারির জের, দক্ষিণ আফ্রিকা সফর বাতিল অস্ট্রেলিয়ার

তবে, সফর বাতিল করা হবে না বলেও আভাস দিয়েছেন নিক হকলেয় ৷ তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘আমরা আগামী কয়েক সপ্তাহ এবং মাস ধরে এ নিয়ে আলোচনা চালাব, যে কবে এই সফর আয়োজন করা যেতে পারে ৷ আমরা এই সিরিজটি খেলার জন্য যথাসম্ভব চেষ্টা করছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.