ETV Bharat / sports

ফুচকা বিক্রেতা ধোনি!

author img

By

Published : Feb 6, 2020, 11:24 AM IST

Updated : Feb 6, 2020, 3:28 PM IST

মালদ্বীপে ফুচকা পরিবেশন করতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷ মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো ৷

image
ধোনি

মালদ্বীপ,6 ফেব্রুয়ারি : এবার অন্য ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে ৷ প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাছেন ৷ সেখানেই ধোনিকে দেখা গেল ফুচকা পরিবেশন করছেন ৷

ভারতীয় জাতীয় দলের প্রাক্তন দুই সতীর্থ আর পি সিং ও পীযূষ চাওলার সঙ্গে সস্ত্রীক মালদ্বীপে বেড়াতে গিয়েছেন তিনি ৷ সেখানে প্রাক্তন দুই সতীর্থকে ফুচকা পরিবেশন করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মুহূর্তের মধ্যে তাঁর এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

2019 সালের ICC বিশ্বকাপের সেমিফাইনালের পর আর মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি ধোনিকে ৷ সামনে IPL ৷ তাই অনুশীলনে নেমেছেন তিনি ৷ অতীতেও ক্রিকেটের ফাঁকে পরিবারের সঙ্গে বারবার ছুটি কাটাতে দেখা গেছে ক্যাপ্টেন কুলকে ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও কবে ফের জাতীয় দলে ফিরবেন তা কিন্তু সংশয়ে ৷

Lucknow (UP), Feb 05 (ANI): United States Ambassador to India Kenneth Juster on February 5 attended DefExpo 2020 in Lucknow. While addressing the media, he said that the pace of defence cooperation between US and India is accelerating. 'I had the pleasure of travelling back in Washington DC last December to attend the second US-India 2+2 Ministerial Dialogue, two things with that Ministerial Dialogue stood out that the pace of defence cooperation between US and India is accelerating and second that our respective industry partners are playing a key role in the growth in our defence relationship," said Juster. "I am please that the US government and the American industries are working together to explore way to deepen industry cooperation in US-India defence trade," added Juster.
Last Updated : Feb 6, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.