ETV Bharat / sports

ঝলসে উঠল ঋদ্ধির ব্যাট, দিল্লিকে 220 রানের টার্গেট দিল হায়দরাবাদ

author img

By

Published : Oct 27, 2020, 9:24 PM IST

টসে জিতে প্রথমে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস । ওপেনিং জুটিতে 107 রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ও ঋদ্ধিমান ।

The brilliance of Warner, Saha and Manish
The brilliance of Warner, Saha and Manish

দুবাই, 27 অক্টোবর : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝলসে উঠল ঋদ্ধির ব্যাট । ওপেন করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে 107 রানের পার্টনারশিপের পাশাপাশি 45 বলে 87 রানের ঝোড়ো ইনিংস উপহার দেন শিলিগুড়ির পাপালি । ওপেনিং জুটির জোড়া অর্ধশতরানের সুবাদে দিল্লিকে 220 রানের টার্গেট দিল হায়দরাবাদ ।

টসে জিতে প্রথমে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস । ওপেনিং জুটিতে 107 রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ও ঋদ্ধিমান । ব্যক্তিগত 66 রানে অক্ষর প্যাটেলের বলে অশ্বিনের হাতে ধরা দিয়ে প্যাভেলিয়নে ফেরেন ওয়ার্নার । এর পর মণীশ পাণ্ডেকে সঙ্গী করে ঝড় তোলেন ঋদ্ধি । 45 বলে 87 রান করে অনরিচ নর্জের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি ।

ইনিংসের শেষ লগ্নে মণীশ ও কেন উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিং হায়দরাবাদকে 219-এ পৌঁছে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.