ETV Bharat / sports

15 ফেব্রুয়ারি থেকে শুরু রণজি ট্রফি, আগামীকাল দল বাছবেন বাংলার নির্বাচকরা

author img

By

Published : Jan 26, 2021, 9:11 PM IST

Updated : Jan 26, 2021, 11:06 PM IST

অভিমন্যু ঈশ্বরন নন বরং অনুষ্টুপ মজুমদারকে নেতৃত্বে রাখার পক্ষে কোচ অরুণ লাল ।

selectors-will-announce-bengal-team-for-ranji-trophy-tommorow
selectors-will-announce-bengal-team-for-ranji-trophy-tommorow

কলকাতা, 26 জানুয়ারি : 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রণজি ট্রফি ৷ এই বিষয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও ঘোষণা হবে দ্রুত ৷ কারণ রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কাছে এই সংক্রান্ত নির্দেশিকা চলে এসেছে ৷ সেইমতো আগামীকাল নির্বাচকরা দল বাছতে বসবেন ৷

কোরোনা পরবর্তী যুগে ধীরে ধীরে দেশে ফিরছে ঘরোয়া ক্রিকেট ৷ শুরুটা হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে ৷ কিন্তু বিজয় হাজারে নাকি রণজি ট্রফি, কোন প্রতিযোগিতা আয়োজন করা হবে তা নিয়ে সংশয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ অবশেষ রণজি ট্রফি আয়োজন করার দিকেই ঝুঁকেছে বোর্ড ৷ মুস্তাক আলি ট্রফিতে ভালো খেলেও সামান্য ভুলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ৷ তাই রণজিতে ভালো পারফর্ম করতে মরিয়া গতবারের রানার্স বাংলা ৷

আরও পড়ুন : রাহানে অসাধারণ, কিন্তু এই দল বিরাটের তৈরি : ইরফান

এদিকে দল নির্বাচন নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন কোচ অরুণ লাল ৷ অভিমন্যু ঈশ্বরন নন বরং অনুষ্টুপ মজুমদারকে নেতৃত্বে রাখার পক্ষে তিনি । এই ব্যাপারে নির্বাচকদের জানাবেন তিনি ৷ তবে ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে অভিমন্যু ঈশ্বরনকে স্ট্যান্ডবাই রাখার কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না । কারণ অনুশীলনের অভাবে ভুগবেন অভিমন্যু । তবে গত মরশুমের মতো এবছরও কড়া হাতে দলের হাল ধরতে চান অরুণ লাল । চলতি বছরে নিজের রাজ্যেই বাংলা যাবতীয় ম্যাচ খেলবে । রণজি ট্রফির ফরম্যাটে বদলের ইঙ্গিতও দিয়েছেন অরুণ লাল । দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে । সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে আরও দায়িত্ববান ইনিংস চাইছেন অরুণ লাল ।

15 ফেব্রুয়ারি থেকে শুরু রণজি ট্রফি,

কোচের কথার রেশ সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারির গলাতেও । বলছেন, মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টে ছোট্ট ভুলের মূলপর্বে যেতে পারিনি । রণজি ট্রফিতে এই ভুল নিয়ে সতর্ক থাকতে হবে । নিজের ব্যাটিং ব্যর্থতাও গোপন করছেন না । তবে দলগত সংহতিতে ভালো ফল সম্ভব তা মানছেন । তাই রানার্স নয়, এবার চ্যাম্পিয়ন হওয়ার দিকেই চোখ বাংলার । তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছেন অরুণ লাল ।

Last Updated : Jan 26, 2021, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.