ETV Bharat / sports

মরুদেশে আজ "দক্ষিণী ডার্বি", 202 দিন পর মাঠে নামছেন কোহলি

author img

By

Published : Sep 21, 2020, 1:00 PM IST

আজ দুবাইয়ে IPL-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদ ।

Rcb
Rcb

আবু ধাবি, 21 সেপ্টেম্বর : IPL- এর অন্যতম সেরা লড়াই । ক্রোড়পতি লিগের দক্ষিণী ডার্বি ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ । আজ দুবাইয়ে IPL- এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদ । 200 দিনেরও বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে কোহলি । দীর্ঘদিন পর ভারত অধিনায়ককে মাঠে দেখার জন্য মুখিয়ে সমর্থকরা ।

বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স সমৃদ্ধ RCB-কে নিয়ে প্রতিবছরই আশায় বুক বাঁধেন সমর্থকরা । তবে 12টি মরশুম পার হয়ে গেলেও সেই আশা পূর্ণ হয়নি । গত বছর টুর্নামেন্টে অন্তিম স্থানে শেষ করেছিল বিরাটের দল । সেই অভিজ্ঞতা ভুলে মরুশহরে আজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় RCB । বিরাট, এবির ব্যাট চওড়া হলেও অন্যান্য বিভাগে খামতি ডোবায় দলটিকে । তাই এবার যেন সতর্ক হয়েই দল গঠন করেছে এই ফ্র্যাঞ্চাইজি । কোহলি, ডেভিলিয়ার্স ছাড়াও দলে এসেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ । তাঁর অন্তর্ভুক্তি টপ অর্ডারকে আরও শক্তিশালী করে তুলবে । ডেথ ওভারে বল করার দায়িত্ব তুলে নেবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস । স্পিন বিভাগে চ্বহাল, জাম্পা, মইন আলিরা রয়েছেন ।

আদর্শ প্রথম একাদশ গড়তে ভাবতে হবে সানরাইজ়ার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে । কারণ মিডল অর্ডারে ব্যাট করার জন্য তাদের দলে এসেছে বিরাট সিং, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো কয়েকজন তরুণ ক্রিকেটার । ফলে প্রথম ম্যাচে কেন উইলিয়ামসন দলের বাইরে থাকতে পারেন । আর ওপেনিংয়ে থাকছে IPL- এর সবচেয়ে বিধ্বংসী জুটি ওয়ার্নার - বেয়ারস্টো জুটি । এছাড়া রয়েছেন মণীশ পাণ্ডে, মিচেল মার্শরা । উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন ঋদ্ধিমান সাহা । বোলিং বিভাগে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও SRH- এর এক্স ফ্যাক্টর রশিদ খান। বিরাটের বিরুদ্ধে সেরা বল করার অপেক্ষায় আফগান স্পিনার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.