ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সর্বোচ্চ পুরস্কার পেলেন কুইন্টন ডি’কক ও লওরা উলভার্দথ

author img

By

Published : Jul 5, 2020, 8:07 PM IST

কুইন্টন এর আগে 2017 সালেও এই একই পুরস্কারে ভূষিত হন ৷ ডি ককের আগে এই সম্মানীয় পুরস্কার দু’বার করে পেয়েছেন, জ্যাক ক্যালিস, মাখাইয়া এনতিনি, হাসিম আমলা, এবি ডিভিলিয়ার্স, ও কাগিসো রাবাডা ৷

image
কুইন্টন ডি কক ও লওরা উলভার্দথ

দক্ষিণআফ্রিকার ক্রিকেটে সর্বোচ্চ পুরস্কার পেলেন কুইন্টন ডিকক ও লওরা উলভার্দথ

জোহানেসবার্গ,5 জুলাই : দক্ষিণ আফ্রিকার পুরুষদের বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিতহলেন সদ্য নির্বাচত অধিনায়ক কুইন্টন ডিকক ৷ অন্যদিকে বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন লওরাউলভার্দথ ৷ শনিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেতাদের পুরস্কৃত করা হয় ৷

যদিও কোরোনা ভাইরাসর কারণে চিরাচরিত পুরস্কার বিতরণীঅনুষ্ঠানের আয়োজন করা যায়নি ৷ তাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ভার্চুয়াল পুরস্কারবিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন ৷

তবে ডিকক ও উলভার্দথ শুধু মাত্র বর্ষসেরাক্রিকেটারই হননি ৷ তাঁরা একাধিক বিভাগে পুরস্কার পান ৷ দক্ষিণ আফ্রিকা বর্ষসেরাটেস্ট ক্রিকেটারও হন কুইন্টন ডিকক ৷ অন্যদিকে উলভার্দথকে প্রোটিয়াজমহিলা ক্রিকেটার অফ দা ইয়ারের পুরস্কারে সম্মানিত হন ৷

এবারের পুরস্কার ডিকককে সেই সব ক্রিকেটারদের মধ্যে জায়গা করে দিল যারা দুবার এই পুরস্কার পেয়েছেন ৷ কুইন্টন এরআগে 2017 সালেও এই একই পুরস্কারে ভূষিত হন ৷ ডিককের আগে এই সম্মানীয় পুরস্কার দুবার করে পেয়েছেন, জ্যাক ক্যালিস, মাখাইয়া এনতিনি, হাসিম আমলা, এবি ডিভিলিয়ার্স, ও কাগিসো রাবাডা ৷

আরও পড়ুন :- ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের চার্মটাই আলাদা: সৌরভ

2007 সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটবোর্ড ৷ প্রথমবার এই পুরস্কার পান শন পোলক ৷ এরপর একবার করে এই পুরস্কার পান ডেইলস্টেইন, গ্রেম স্মিথ,ভেরান ফিলেন্ডার,ও ফাফ ডুপ্লেসি ৷

সবথেকে কনিষ্ঠতম হিসেবে এই পুরস্কার পেলেন প্রোটিয়াজমহিলা ক্রিকেটার লওরা উলভার্দথ ৷ মাত্র 21 বছর বয়সে এই পুরস্কার পেলেন তিনি ৷ পুরুষদের বর্ষসেরাওয়ানডে ক্রিকেটার ও টি-20 আন্তর্জাতিক ক্রিকেটার অফ দা ইয়ার হন লুঙ্গি এনগিডি ৷এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আর্বিভাব এনরিচ নর্থজে ৷ এ ছাড়া বছরের সেরা ডেলিভারির পুরস্কারও পান এনরিচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.