ETV Bharat / sports

শর্ট পিচ বোলিং ও আম্পায়ার কলের নিয়মে পরিবর্তন নিয়ে আলোচনায় রাজি এমসিসি

author img

By

Published : Feb 23, 2021, 12:48 PM IST

ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে এমসিসি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন এমসিসির সদস্যরা ৷

এমসিসি
এমসিসি

লন্ডন, 23 ফেব্রুয়ারি : ফের ক্রিকেট আইনে পরিবর্তন করার সুপারিশ করল মার্লেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি ৷ শর্ট পিচ বোলিংয়ের নিয়ম পরিবর্তন করতে চাইছে ক্রিকেটের আইন নির্ণায়ক সংস্থা ৷ গ্লোবাল কনসালটেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে এমসিসি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন এমসিসির সদস্যরা ৷

সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমসিসি-র তরফে জানানো হয়, ‘‘ গ্লোবাল কনসালটেশনের এমসিসি শট পিচ বল সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করতে চায় ৷ আধুনিক সময়ে এই আইনগুলি প্রযোজ্য কিনা সেটাও আলোচনা করে দেখতে চায় এমসিসি ৷ আইনগুলি নিরাপদ উপায়ে প্রয়োগ করা এমসিসির কর্তব্য ।’’

কমিটির প্রধান মাইক গেটিং ৷ এছাড়া এই কমিটিতে আছেন কুমার সাঙ্গাকারা, সৌরভ গঙ্গোপাধ্যায় ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তি ক্রিকেটার ৷ বৈঠকে তাঁরা ব্যাট ও বলের সামঞ্জস্য রাখার উপর বেশি জোর দেন ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘কমিটি আইনটি পর্যালোচনা করেছে ৷ এবং সবাই সহমত, শর্ট পিচ বোলিং খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে ৷ তবে খেলায় আঘতের ঝুঁকি বাড়াতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে ৷ আলোচনার সময় কমিটি ফিডব্যাক দেওয়ার জন্য সম্মতি জানিয়েছে ৷ 2021 সালের মার্চ মাস থেকে বিভিন্ন গ্রুপে অনুশীলনে নতুন আইনটিকে ব্যবহার করা হবে ৷’’

তবে এই বিষয়ে 2022 সালের আগে আর কোনও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই ৷ শর্ট পিচ বোলিংয়ের অন্যতম একটি অংশ হল বাউন্সার ৷ কিন্তু সম্প্রতি সময়ে এই বাউন্সার নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে ৷

স্টেক হোল্ডারদের থেকে জুন 2021 সালের শেষে তথ্য সংগ্রহ করা হবে ৷ তরপর রেজাল্টটি বিভিন্ন কমিটি ও সাব কমিটিতে আলোচনা হবে ৷ এই বছরের শেষ দিকে আইসিসিও পুরো বিষয়টি পর্যালোচনা করবে ৷

তবে আইনটি পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে এমসিসি চূড়ান্ত প্রস্তাব দেবে 2021 সালের ডিসেম্বরে ৷ আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে 2022 সালের প্রথম দিকে ৷

আরও পড়ুন : ফিটনেস টেস্ট পাস উমেশের, ফিরলেন দলে

এছাড়া কমিটি ডিসিশন রিভিউ সিস্টেম, বিশেষ করে বিতর্কিত আম্পায়ার কল নিয়েও আলোচনা হয় ৷ ডিসিশন রিভিউ সিস্টেমের মাধ্যমে করা এলবিডব্লিউ সিদ্ধান্তের জন্য 'আম্পায়ার্স কল' ব্যবহার নিয়ে সদস্যদের মধ্যে মতানৈক্যর অভাব দেখা যায় ৷ বিশেষ করে একই বলে ব্যাটসম্যান আউট আবার নট আউট দুটোই হতে পারেন, শুধুমাত্র আম্পায়ার কলের উপর ভিত্তি করে ৷

কমিটির সদস্যরা মনে করেন বিয়টি আরও সরলীকরণ করা প্রয়োজন ৷ যদি কোনও সিদ্ধান্ত রিভিউ হয়, তখন হয় সেটা আউট হবে, অথবা নট আউট ৷ সেখানে কোনও আম্পায়ার কল থাকবে না ৷ তবে স্টাম্পের হিটিং জ়োন সম্পর্কিত নিয়ম একই রাখার পক্ষেই মতামত জানিয়েছে কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.