ETV Bharat / sports

শারজায় 138 রানে বিপক্ষকে আটকে দেওয়া মুখের কথা নয় : পন্টিং

author img

By

Published : Oct 10, 2020, 2:41 PM IST

দিল্লির দেওয়া 185 রান তাড়া করতে পারেনি স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস ৷ শারজার মাঠে 46 রানে হারতে হয় তাদের ৷

Holding any team to 138 at Sharjah is hard to do, says Ponting
Holding any team to 138 at Sharjah is hard to do, says Ponting

শারজা, 10 অক্টোবর : ব্যাটসম্যান সহায়ক পিচ ও ছোটো বাউন্ডারির কল্যাণে চলতি IPL-এ শারজার মাঠে রানের বন্যা বয়েছে ৷ শুক্রবারের রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে পর্যন্ত এই মাঠে দুশোর উপর রান উঠেছে ৷ দুশো রান তাড়া করে জেতার নজিরও রয়েছে ৷ গতকালের ম্যাচে সেই মাঠেই রাজস্থান রয়্যালসকে 138 রানে আটকে দেয় দিল্লি ক্যাপিটালস ৷ দিল্লি কোচ রিকি পন্টিং বলছেন, শারজার মাঠে কোনও দলকে 138 রানে আটকে রাখা মোটেও মুখের কাজ নয় ৷

শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করে 185 রান তোলে দিল্লি ক্যাপিটালস ৷ জবাবে 138 রানে আটকে যায় রয়্যালসের ইনিংস ৷ ফলে 46 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে স্মিথের দলকে ৷ অথচ এই শারজাতেই টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে দুশো রান তুলে জিতেছিল রাজস্থান রয়্যালস ৷ ব্যাটে ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা ৷ রান ওঠে দুশোর উপরে ৷ সেই শারজাতে স্মিথ, বাটলার, স্যামসনদের ব্যাটিং লাইন আপকে 138 রানে আটকে দেওয়া মুখের কথা নয় ৷ সেই কাজটাই করে দেখিয়েছে কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্জে, রবিচন্দ্রন অশ্বিন সমৃদ্ধ শক্তিশালী বোলিং ব্রিগেড ৷ ফলে টিমের পারফরম্যান্স নিয়ে গর্বের শেষ নেই কোচ রিকি পন্টিংয়ের ৷ ম্যাচের পর তিনি বলেন, "মাঠে বোলারদের পারফরম্যান্স দেখে আমি গর্বিত ৷ শারজার মাঠে কোনও দলকে 138 রানে আটকে রাখা কঠিন কাজ ৷ ব্যাট হাতে শিমরন হেটমায়ার ও মার্কাস স্টইনিসকে দেখেও ভালো লাগছে ৷"

গতকালের ম্যাচে জস বাটলার ও মহিপাল লোমরোর দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন অশ্বিন ৷ নিজের কোটার চার ওভারে 22 রান দিয়ে দুটি উইকেট তোলেন তিনি ৷ ধারাবাহিকতা বজায় রেখে তিনটি উইকেট তোলেন কাগিসো রাবাদাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.