ETV Bharat / sports

ব্যাটিং বিপর্যয়, সিরিজ় জয় অধরা ভারতের

author img

By

Published : Sep 22, 2019, 11:11 PM IST

তৃতীয় T-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 9 উইকেটে হারল ভারত ৷

ভারত

বেঙ্গালুরু, 22 সেপ্টেম্বর : ব্যাটিং বিপর্যয়ের জের ৷ 19 বল বাকি থাকতেই তৃতীয় T-20 ম্যাচে ভারতকে 9 উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের T-20 সিরিজ়ের ফলাফল 1-1 ৷

আজ চিন্নস্বামীতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ দুরন্ত শুরু করেন প্রোটিয়া পেসাররা ৷ তৃতীয় ওভারেই রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠান হেনড্রিকস ৷ এরপর ক্রিজ়ে আসেন বিরাট ৷ শিখর ধাওয়ানের সঙ্গে তিনি ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ৷ মাত্র 25 বলে 36 রান করে আউট হন ধাওয়ান ৷ তখন ভারতের স্কোর ছিল 7.2 ওভারে 2 উইকেটে 63 রান ৷ এরপরই ভারতের ইনিংসের ধস নামে ৷ পাঁচ রান পরেই বিরাটকে আউট করেন রাবাডা ৷ এরপর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তায় ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের উপর ৷ 19 ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পরিণতবোধের অভাব তাঁর মধ্যে স্পষ্ট ৷ প্রথম থেকেই দায়িত্বজ্ঞানহীন শট খেলতে থাকেন ৷ একবার একটুর জন্য বেঁচেও যান ৷ সেই একইরকম শট খেলতে গিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি ৷ কোচ রবি শাস্ত্রীর মন্তব্যও তাঁর উপর কোনও ছাপ ফেলেনি স্পষ্ট বোঝা গেল ৷ পাঁচ রানে আউট হন শ্রেয়সও ৷ শেষপর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 134 রান তোলে ভারত ৷ 19 রান করেন রবীন্দ্র জাদেজা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন রাবাডা ৷ দুটি করে উইকেট নেন ফর্টউইন ও হেনড্রিকস ৷

ব্যাটিং সহায়ক উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের সেভাবে কোনও সমস্যায় ফেলতে পারেননি নভদীপ সাইনি, দীপক চাহাররা ৷ রানরেটের চাপও না থাকায় ধীরে সুস্থে খেলতে থাকেন কুইন্টন ডি কক ও রিজ়া হেনড্রিকস ৷ 10.1 ওভারে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ৷ হেনড্রিকসকে প্যাভিলিয়নে পাঠান হার্দিক পান্ডিয়া ৷ তখন প্রোটিয়াদের স্কোর ছিল এক উইকেটে 76 রান ৷ এরপর দলকে সিরিজ়ে সমতায় ফেরানোর দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক ডি কক ৷ তাঁকে যোগ্যসঙ্গত দেন তেম্বা বাভুমা ৷ শেষপর্যন্ত 19 বল থাকতেই ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা ৷ 52 বলে 79 রান করে অপরাজিত থাকেন ডি কক ৷

Barmer (Rajasthan), Sep 22 (ANI): Three people, including a minor, died after a car driven reportedly by Arjuna Awardee rally driver Gaurav Gill hit a motorcycle during a National Rally Championship race in Rajasthan's Barmer. While speaking to ANI, Police Official said, 'A case has been registered, strict action will be taken.'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.