ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ, বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত

author img

By

Published : Feb 24, 2020, 6:08 PM IST

Updated : Feb 24, 2020, 8:01 PM IST

পার্থে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ৷ প্রথমে ব্যাট করে 142 রান বোর্ডে তোলে ভারত ৷ জবাবে 124 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস ৷

image
ভারত বনাম বাংলাদেশ

পার্থ, 24 ফেব্রুয়ারি : দুই প্রতিবেশীর লড়াই ৷ ভারত বনাম বাংলাদেশ ৷ ফের নিজের জাত চেনালেন পুনম যাদব ৷ প্রথম ম্যাচে বলের ভেলকিতে ভেঙেছিলেন অজ়ি ব্যাটিংয়ের মেরুদণ্ড ৷ সোমবার একই ধারা বজায় রেখে ভেঙে দিলেন বাংলাদেশের স্বপ্ন ৷ স্পিনের যাদুতে ফের মুগ্ধ হল সোয়ান নদীর তীরে পার্থের W.A.C.A স্টেডিয়াম৷ পুনমের ম্যাজিকে বাংলাদেশকে 18 রানে হারাল ভারত ৷

বাংলাদেশের বিরুদ্ধে 143 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত ৷ সোমবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ৷ ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত ৷ ভাইরাল ফিভার থাকার জন্য এদিন ভারতীয় দলে নেই স্মৃতি মান্ধানা৷ পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার রিচা ঘোষ ৷ ওপেনিং করতে নামা তানিয়া ভাটিয়া মাত্র 2 রান করেই আউট হন ৷ কিন্তু অন্য ওপেনার শেফালি বর্মা মাত্র 17 বলে 39 রানের ইনিংস খেলেন ৷ মিডল অর্ডারের স্তম্ভ জেমিমা রদরিগেজ করেন 34 রান ৷

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন পান্না ঘোষ ও সালমা খাতুন ৷ ভারতের 142 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশও ৷ এরপর বাংলাদেশ ব্যাটিংয়ের হাল ধরেন মুরশিদ খাতুন ও নিগার সুলতানা ৷ তবে এই দু’জন ফিরতেই শেষ হয় বাংলাদেশের জারিজুড়ি৷

ভারতের হয়ে ফের দুর্দান্ত বোলিং পূণম যাদবের ৷ 4 ওভার বল করে তুলে নিলেন 3টি উইকেট ৷ তাঁকে যোগ্য সংগত দিলেন শিখা পাণ্ডে, অরুন্ধতী রেড্ডিরা ৷ দুটি করে উইকেট নিলেন শিখা ও অরুন্ধতী ৷ আগামী শনিবার ফের নামছে ভারত ৷ প্রতিপক্ষ আর এক প্রতিবেশী শ্রীলঙ্কা ৷

Last Updated : Feb 24, 2020, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.