ETV Bharat / sports

অস্ট্রেলিয়াকে 36 রানে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত

author img

By

Published : Jan 17, 2020, 1:20 PM IST

Updated : Jan 17, 2020, 9:57 PM IST

রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে জিতল ভারত ৷ সিরিজ়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত টিম ইন্ডিয়াকে ৷ সেখানে 36 রানে জিতল তারা ৷

image
খোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

রাজকোটে, 17 জানুয়ারি : প্রথমে ব্যাট করে দাপট দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা ৷ 340 রান ওঠে স্কোরবোর্ডে ৷ এরপর ভারতকে জেতালেন বোলাররা ৷ শামি, কুলদীপদের দাপটে 304 রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া ৷ তিন উইকেট নিলেন মহম্মদ শামি ৷ 52 বলে 80 রান করে ম্যাচের সেরা কে এল রাহুল ৷

ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর, রাজকোটে ভালো শুরু করে ভারত ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে 81 রান ওঠে ৷ প্রথম ম্যাচের পর রাজকোটেও ভালো ব্যাটিং করেন শিখর ধাওয়ান ৷ চার রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর ৷ প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ 340 ৷

ব্যক্তিগত 42 রানে রোহিত আউট হওয়ার পর ক্রিজে নামেন অধিনায়ক ৷ নিজের চিরাচরিত পজ়িশনে নেমে দুরন্ত অর্ধশতরান করেন অধিনায়ক কোহলি ৷ অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ভালো ব্যাটিং শিখরের ৷ 96 রান করে আউট হন তিনি ৷ কোহলি করেন 78 রান ৷ পাঁচ নম্বরে নেমেও ব্যাট হাতে ফের চমক দেখালেন লোকেশ রাহুল ৷ দুরন্ত ব্যাটিং করে ব্যক্তিগত 80 রানে আউট হন তিনি ৷

image
দুরন্ত ব্যাটিং কোহলি ও ধাওয়ান জুটির


প্রথম ম্যাচের মতো রাজকোটেও কোহলিকে আউট করলেন অজ়ি স্পিনার অ্যাডাম জ়্যাম্পা ৷ 10 ওভার বল করে 3 টি উইকেট তুলে নিলেন তিনি ৷ পেসার কেন রিচার্ডসন নিলেন 2টি উইকেট ৷ 50 ওভারের শেষে ভারতের সংগ্রহ 340৷

image
ভালো শুরু করেও উইকেট হারালেন ওয়ার্নার

জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার 20 রানের মাথায় আউট হন ওয়ার্নার ৷ শামির বলে মনীশ পাণ্ডের দুরন্ত ক্যাচে 15 রান করে প্যাভিলিয়নে ফেরেন ৷ অধিনায়ক ফিঞ্চকে ব্যাক্তিগত 33 রানে আউট করেন রবীন্দ্র জাদেজা ৷ ব্যক্তিগত 46 রানে লাবুসচাগনেকে ফেরান জাদেজা ৷ দিকে ব্যাট করার সময় রিব-কেজে আঘাত পান শিখর ধাওয়ান ৷ পরে ফিল্ডিং করতে নামেননি তিনি ৷ তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন যুজবেন্দ্র চহ্বাল ৷

image
অজ়ি শিবিরে প্রথম ধাক্কা দিলেন শামি

44 তম ওভারে দুর্দান্ত দু'টি ইয়র্কারে জোড়া উইকেট তুলে নেন মহম্মদ শামি । ওভারের প্রথম বলেই 13 রানে টার্নারকে ফেরত পাঠান । দ্বিতীয় ইয়র্কারে ফেরত পাঠান প্যাট কামিন্সকে

Mumbai, Jan 17 (ANI): Actor Kartik Aaryan was spotted after a dance class in Mumbai. He will be next seen in 'Love Aaj Kal' opposite Sara Ali Khan. The movie will hit theaters on Valentine's Day. Meanwhile, actress Nora Fatehi was spotted outside a salon in Juhu.
Last Updated : Jan 17, 2020, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.