ETV Bharat / sports

হতাশায় 3 বার আত্মহত্যার কথা ভেবেছিলেন সামি

author img

By

Published : May 3, 2020, 4:59 PM IST

Updated : May 3, 2020, 8:06 PM IST

2015 সালের বিশ্বকাপে চোট পাওয়ার পর মাঠে ফিরতে দীর্ঘ সময় লেগেছিল সামির । পুরোপুরি সুস্থ হতে সময় লেগেছিল 18 মাস । সেই সময়ের হতাশা ও যন্ত্রণা পার করে যেই না ক্রিকেটে মনোনিবেশ করা শুরু করেছেন তখনই পারিবারিক জীবনে সমস্যা শুরু হয় ।

Shami
Shami

কলকাতা, 3 মে: 22 গজে অনেক সময়ই ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে মহম্মদ সামিকে । কঠিন সময়ে বল হাতে বারবার অধিনায়ক কোহলির ভরসার মর্যাদা রেখেছেন দৃঢ় মানসিকতার এই পেসার । সেই মহম্মদ সামিই একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন । ব্যক্তিগত সমস্যায় এতটাই জর্জরিত ছিলেন যে তিনবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন বাংলার তারকা পেসার । পরে পরিবারের সাহায্যে সেই অবস্থা থেকে নিজেকে বের করে আনেন । রবিবার ইনস্টাগ্রাম লাইভ সেশনে ব্যক্তিগত জীবনের এমনই কিছু কথা ফাঁস করেছেন সামি ।

2015 সালের বিশ্বকাপে চোট পাওয়ার পর মাঠে ফিরতে দীর্ঘ সময় লেগেছিল সামির । পুরোপুরি সুস্থ হতে সময় লেগেছিল 18 মাস । সেই সময়ের হতাশা ও যন্ত্রণা পার করে যেই না ক্রিকেটে মনোনিবেশ করা শুরু করেছেন তখনই পারিবারিক জীবনে সমস্যা শুরু হয় । 2018 সালে মহম্মদ সামির সেইসময়কার স্ত্রী হাসিন জাহান পারিবারিক হিংসা সহ বিভিন্ন অভিযোগ তোলেন তাঁর বিরুদ্ধে । সামির কথায়, "তখন আমার পরিবার যদি পাশে না থাকতো তাহলে ক্রিকেট থেকে হারিয়ে যেতাম । হতাশা আর ব্যক্তিগত সমস্যা আমাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলাম । ক্রিকেট তখন আমার মাথায় ছিল না । আমরা 24 তলায় থাকতাম । ব্যালকনি থেকে ঝাঁপ দেব, এই ভয়ে আমাকে সবসময় চোখে চোখে রাখত আমার পরিবার । ভাইয়ের খুব সমর্থন পেয়েছি ।"

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ক্রিকেটে মনোবিনেশ করার পরামর্শ দেয় তাঁর পরিবার । ভারতীয় স্পিডস্টার বলেছেন, "বাবা-মা ক্রিকেট ফোকাস করার পরামর্শ দেন । অন্য কোনও বিষয়ে ভাবতে বারণ করেন । আমি ফের ট্রেনিং শুরু করি । দেরাদুনের ক্রিকেট অ্যাকাডেমিতে ঘাম ঝরাতে শুরু করি ।"

Shami
Shami

সেই পরিশ্রমের সুফল পেয়েছেন সামি । তিনটি ফরম্যাটেই বিরাট কোহলির পেস ব্রিগেডের প্রধান মুখ তিনি । এমনকী বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা পেসারের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ।

Last Updated : May 3, 2020, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.