ETV Bharat / sports

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রয়াত ডিন জোনস

author img

By

Published : Sep 24, 2020, 4:52 PM IST

1984 সাল থেকে 1992 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 52টি টেস্ট ও 164 ওয়ানডে খেলেছেন ডিন জোনস ৷ টেস্টে 46.55 গড়ে 3631 রান করেছেন তিনি ৷ তাঁর মধ্যে ছিল 11টি শতরান ও 14টি অর্ধশতরান ৷

ডিন জোনস
ডিন জোনস

মুম্বই, 24 সেস্টেম্বর : মুম্বইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোনস ৷ তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্রডকাস্টারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য ভারতে এসেছিলেন তিনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের হোটেলে তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ৷

ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয় ৷ বিবৃতিতে স্টার স্পোর্টস বলে, ‘‘দুঃখের সঙ্গে আমরা মিস্টার ডিন মারভ্যাইন জোনসের মৃত্যুর খবর জানাচ্ছি ৷ আমরা ওর পরিবারকে সমবেদনা জানাই ৷ এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে থাকব ৷ আমরা অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছি ৷’’

সম্প্রচার সংস্থার তরফে আরও বলা হয়, ‘‘ ডিন জোনস ক্রিকেটের অন্যতম অগ্রদূত ছিলেন ৷ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নতিতে নিজেকে নিয়োজিত করেছিলেন ৷ নতুন প্রতিভাদের খুঁজে বের করা ও তাদের প্রশিক্ষণ দেওয়া ছিল তাঁর প্যাশন ৷ তিনি একজন চ্যাম্পিয়ন ধারাভাষ্যকার ছিলেন ৷ নিশ্চিতভাবে বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত তাঁকে মিস করবে ৷ ’’

1984 সাল থেকে 1992 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 52টি টেস্ট ও 164 ওয়ানডে খেলেছেন ডিন ৷ টেস্টে 46.55 গড়ে 3631 রান করেছেন তিনি ৷ তাঁর মধ্যে ছিল 11টি শতরান ও 14টি অর্ধশতরান ৷ একদিনের ক্রিকেটে 44.61 গড়ে করেছেন 6068 রান ৷ 7টি শতরান ও 46টি অর্ধশতরান আছে ডিন জোনসের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.