ETV Bharat / sports

ফিনিশার হিসেবে রাসেলের পাশে নাম লেখাতে চান মরগ্যান

author img

By

Published : Sep 23, 2020, 1:14 PM IST

Kkr
Kkr

রাসেল নির্ভরতা কাটিয়ে উঠতে চাইছে নাইটরা । সেই কারণেই সীমিত ওভারের ক্রিকেটের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ন মরগ্যানের উপর নির্ভর করছে দল ।

আবু ধাবি, 23 সেপ্টেম্বর : ম্যাচ ফিনিশার হিসেবে এবার আন্দ্রে রাসেলের পাশে নিজের নাম লেখাতে চান ইয়ন মরগ্যান । ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিনি । KKR-এর জার্সিতে এটা তাঁর দ্বিতীয় মরশুম ।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে ইয়ন মরগ্যান বলেন, "আমি জানি রাসেল বছরের পর বছর কলকাতার হয়ে এই কাজটি করে গিয়েছে । দারুণভাবে সামলেছে । আমি যদি সেই দায়িত্ব পাই তাহলে ফিনিশারের কাজটি সামলে দেব ।" নাইটদের সহঅধিনায়ক এখন অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং ছন্দে রয়েছেন । দ্বিতীয় বার বেগুনি জার্সিতে খেলতে এসেছেন । দুই মরশুম নাইট শিবিরে ছিলেন মরগ্যান । বছর সাতেক পরে ফের পুরানো দলে ফিরেছেন । হাতে পেয়েছেন দীনেশ কার্তিকের ডেপুটি হিসেবে বাড়তি দায়িত্ব । তিনি বলেন, "বেশ কয়েকবছর আগে এই দলের হয়ে খেলেছিলাম । শুধু ব্যাটিংয়ের কথা বললে গত তিন চার বছরে অনেক বদল হয়েছে । আমি মনে করি যথেষ্ট ছন্দে রয়েছি ।"

গত মরশুমে শুধুমাত্র আন্দ্রে রাসেলের ব্যাটের উপর নির্ভর করে বাজিমাত করা সম্ভব হয়নি । তাই রাসেল নির্ভরতা কাটিয়ে উঠতে চাইছে নাইটরা । সেই কারণেই সীমিত ওভারের ক্রিকেটের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ন মরগ্যানের উপর নির্ভর করছে দল । টিম ম্যানেজমেন্টের এই নির্ভরতার বার্তা ইংল্যান্ডের ব্যাটসম্যানের কানে গিয়েছে ।

শুধু মরগ্যান নন, KKR এবার বিগ ব্যাশে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স করা টম ব্যান্টনের উপর ভরসা রাখছে । অজ়ি সতীর্থ সম্পর্কে প্রশংসা করেছেন মরগ্যান । বলেন, "আমাদের দলে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য রয়েছে । দলে একাধিক বৈচিত্রময় ব্যাটসম্যান রয়েছে । যাঁরা ব্যাটিং বিভাগ নিয়ন্ত্রণ করতে পারে ।" মরুশহরের বাইশ গজের সঙ্গে ইংল্যান্ডের উইকেটের মিল পেয়েছেন মরগ্যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.