ETV Bharat / sports

এবারের IPL-এ নেই হরভজন

author img

By

Published : Sep 4, 2020, 3:37 PM IST

হরভজন সিং
হরভজন সিং

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ আর দলের সঙ্গে UAE যাননি হরভজন সিং ৷ শুক্রবার চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টকে ভাজ্জি জানিয়ে দেন, তিনি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেবেন না ৷

দিল্লি, 4 সেপ্টেম্বর : সুরেশ রায়নার পর হরভজন সিং ৷ 13 তম ইন্ডিয়ান সুপার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই অফ স্পিনার ৷ তিনিও রায়নার মতো ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন ৷

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ তবে রায়না ইঙ্গিত দিয়েছেন, তিনি পুনরায় IPL-এ যোগ দিতে পারেন ৷ আর দলের সঙ্গে UAE যাননি হরভজন সিং ৷ শুক্রবার চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টকে ভাজ্জি জানিয়ে দেন, তিনি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেবেন না ৷

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবারের কোরোনা পরীক্ষায় যাঁরা আগেই আক্রান্ত হয়েছিলেন তাঁরা বাদে CSK-র বাকি সবার রিপোর্ট নেগেটিভ আসে ৷ কোরোনা আক্রান্ত দুই ক্রিকেটার 14 দিন কোয়ারানটিন থাকার পর তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷ খবর অনুযায়ী বাকি চেন্নাই সুপার কিংস দল আজ থেকে টেনিং শুরু করবে ৷

আরও পড়ুন :- সম্ভবত আরও এক বছর বার্সাতেই মেসি

গত সপ্তাহে চেন্নাই সুপার কিংসের 13 সদস্য কোরোনায় আক্রান্ত হন ৷ তার মধ্যে দুই ক্রিকেটার দীপক চাহার ও রুতুরাজ গায়কোয়াড় ছিলেন ৷ ক্যাম্পে কোরোনা ধরা পড়ায় ট্রেনিং শুরু করতে পারেনি CSK ৷

চেন্নাই সুপার কিংস ছাড়া IPL-এর বাকি সব দলই আরব আমিরশাহিতে ট্রেনিং শুরু করেছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে 21 অগাস্ট UAE পৌঁছায় চেন্নাই সুপার কিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.