ETV Bharat / sports

স্থগিত বোর্ডের সাধারণ সভা, মেয়াদ বাড়ছে সৌরভদের

author img

By

Published : Sep 12, 2020, 1:38 PM IST

BCCI সচিব জয় শাহ ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলিকে AGM স্থগিত হওয়ার বিষয়ে জানিয়ে দিয়েছেন ।

BCCI
BCCI

মুম্বই, 12 সেপ্টেম্বর : অনলাইনে বৈঠক করা সম্ভব নয় । তাই কোরোনার কারণে পিছিয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা । নিয়ম অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়া উচিত বোর্ডের AGM । কিন্তু প্যানডেমিকের কারণে তা আপাতত স্থগিত । এদিকে সাধারণ সভা না হওয়ার অর্থ, নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না । বোর্ডে মেয়াদ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল টিম সৌরভের ।

BCCI সচিব জয় শাহ ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলিকে AGM স্থগিত হওয়ার বিষয়ে জানিয়ে দিয়েছেন । ভারতীয় বোর্ড তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত। নিয়ম অনুযায়ী, প্রতি বছর 30 সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সভা করে ফেলতে হয় বোর্ডকে। কিন্তু এবার কোরোনা প্রকোপের জন্য তা তিন মাস পর্যন্ত পিছনোর অনুমতি দেওয়া হয়েছে । জয় শাহের চিঠি অনুযায়ী, ডিসেম্বরে হতে পারে বার্ষিক সভা ।

সাধারণ সভা পিছিয়ে যাওয়া মানে বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় এর মেয়াদ বেড়ে গেল । শুধু সৌরভ নিন, সচিব জয় শাহ ও জাতীয় নির্বাচকদের মেয়াদ ও তিনমাস বেড়ে গেল । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বোর্ডের ক্ষমতাসীন প্যানেলের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.