ETV Bharat / sports

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

author img

By

Published : Feb 9, 2020, 9:45 PM IST

Updated : Feb 9, 2020, 10:49 PM IST

ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল প্রতিবেশী দেশটি ৷ পোচেস্ট্রুমে ভারতকে তিন উইকেটে হারিয়ে জয় পেল বাংলাদেশ ৷

India vs bangladesh
ভারত বনাম বাংলাদেশ

পোচেস্ট্রুম, 9 ফেব্রুয়ারি : বড়রা পারেনি ৷ পারল না ছোটোরাও ৷ পঞ্চমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে রেকর্ড গড়া হল না ভারতের ৷ পোচেস্ট্রুমে তিন উইকেটে রবিবাসরীয় ফাইনাল জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ ভারতকে সব বিভাগে টেক্কা দিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল টাইগাররা ৷

বিশেষজ্ঞরা ভেবেছিলেন ম্যাচটা হবে ডেভিড ও গোলিয়াথের মধ্যে ৷ সেটা তো হলই না, উলটে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল উত্তেজনা বজায় রইল শেষ পর্যন্ত ৷ রোলার কোস্টারের মতো এই ম্যাচ কখনও বাংলাদেশের কখনও বা ভারতের পক্ষে ঝুঁকে রইল ৷ পঞ্চমবার নাকি প্রথমবার, উত্তর খুঁজতে টিভির সামনে সেঁটে রইল জোড়া জোড়া চোখ ৷ অবশেষে শেষ হাসি হাসল বাংলাদেশ ৷

বাংলাদেশকে বেশি রানের লক্ষ্যমাত্রা দিতে পারেনি ভারত ৷ বাংলাদেশের বোলিং ব্রিগেডের দাপটের পর 178 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা ৷ ওপেনিং জুটি পারভেজ হোসেন ইমন এবং তানজাদ হোসেন ভিত গড়ে দিয়েছিলেন ৷ জুটিতে ভাঙন ধরান রবি বিষ্ণোই ৷ বাংলাদেশের স্কোর পঞ্চাশের ঘরে পৌঁছাতেই তানজাদ হোসেনকে ফেরান রবি ৷ এরপর ভারতীয় লেগ স্পিনারের বিষাক্ত স্পিনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ৷ পরপর ফেরেন মাহমুদুল হাসান জয় (8), তৌহিদ হৃদয় (0), শাহাদাত হোসেনরা (1) ৷ 85 রানে পাঁচটি উইকেট হারিয়ে 178 রানের লক্ষ্যটাকেও তখন বড় মনে হচ্ছিল বাংলাদেশের ৷ বিষ্ণোইয়ের পর সুশান্ত মিশ্রও নেন দুটি উইকেট ৷ বোলারদের সৌজন্যে ম্যাচে ফেরে ভারত ৷ আর এই বিপর্যয়ের সময় মাটি কামড়ে পড়ে থাকলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ৷ ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড সচল রাখেন তিনি ৷ ইমন-আলির পার্টনারশিপে ভাঙন ধরান যশস্বী জয়সওয়াল ৷ 47 রান করে ফিরে যান পারভেজ হোসেন ৷ ব্যাট হাতে 88 রানের ইনিংস খেলার পর প্রয়োজনের সময় হাত ঘুরিয়ে উইকেটও তোলেন যশস্বী ৷ রবি-সুশান্তদের দাপট জয়ের আশা জোগালেও অধিনায়ক আকবরের ব্যাট তা হতে দিল না ৷ 77 বলে অপরাজিত 43 রান করে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক তিনিই ৷

ভারতীয় বোলারদের পর বাংলাদেশের সহজ জয়ের পথে বাধা সৃষ্টি করেছিল প্রকৃতি ৷ 41.1 ওভারে বাংলাদেশ 163 রান তোলার পর বৃষ্টি আসায় মাঠ ছাড়তে হয় দুটি দলকে ৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়ায় 30 বলে 7 রান ৷ শেষপর্যন্ত তিন উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতল বাংলাদেশ ৷

New Delhi, Feb 09 (ANI): Delhi BJP Chief Manoj Tiwari on exit polls stated that Aam Aadmi Party should blame their actions and should not cry over EVMs. "We are saying why we are crying about EVMs. If AAP wins then EVMs are fine and if BJP wins then EVMs are bad. If we were not able to win in Jharkhand, did we blame the EVMs? Blame your actions," said Manoj Tiwari. "Why are AAP people getting upset, despite the exit poll giving them 44 seats? For now, they have been restless to blame EVM. This exit poll is till 3 pm, followed by voting at 7-7: 30 pm. BJP is going to form government with 48+ seats," he further added.

Last Updated : Feb 9, 2020, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.