ETV Bharat / sports

14 তম আইপিএলে নতুন দু’টি ফ্রাঞ্চাইজ়ি, 24 ডিসেম্বর বোর্ডের 89 তম এজিএমে সিদ্ধান্ত

author img

By

Published : Dec 3, 2020, 7:21 PM IST

মোট 23 টি বিষয়ের উপর 89 তম বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে ৷ যেখানে 2028 সালে লস অ্য়াঞ্জ়েলসে আয়োজিত অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করা হবে কি না, সেই বিষয়েও বিসিসিআই ও তার সদস্য় সংস্থাদের মতামত নিয়ে আলোচনা হবে ৷ তবে, সবকিছুকে ছাপিয়ে আইপিএলের 14 তম এডিশন সবচেয়ে গুরুত্ব পেতে চলেছে ৷ কারণ কোরোনা পরিস্থিতিতে বিসিসিআইয়ের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা নয়া ফ্রাঞ্চাইজ়ির সংযুক্তিতে অনেকটাই পুষিয়ে যাবে ৷

addition-of-two-new-ipl-teams-on-agenda-for-dec-24-bcci-agm
14 তম IPL-এ নতুন দু’টি ফ্রাঞ্চাইজ়ি, 24 ডিসেম্বর BCCI-র 89 তম AGM-এ সিদ্ধান্ত

মুম্বই, 3 ডিসেম্বর : আইপিএল-এ নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজ়িকে যুক্ত করা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই । আর সেই মত বিসিসিআই-এর 89 তম বার্ষিক সাধারণ সভায় আলোচ্য় বিষয়ের মধ্য়ে রাখা হল আইপিএল-এ নতুন দলের সংযুক্তিকরণের বিষয়টিকে ৷ আগামী 24 ডিসেম্বর বসতে চলেছে বিসিসিআই-র এই 89 তম বার্ষক সাধারণ সভা ৷ সেই মত নিয়ম মেনে তিন সপ্তাহ আগে, অর্থাৎ আজ বিসিসিআই-র তরফে বিজ্ঞপ্তি জারি করলেন সচিব জয় শাহ ৷ বোর্ডের সব সদস্য় রাজ্য় ক্রিকেট সংস্থাগুলিকে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে ৷

তবে, কোথায় এই বৈঠক হবে, তা সময় মত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বোর্ড ৷ মোট 23 টি বিষয়ের উপর 89 তম বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে ৷ যেখানে 2028 সালে লস অ্য়াঞ্জ়েলসে আয়োজিত অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করা হবে কি না, সেই বিষয়েও বিসিসিআই ও তার সদস্য় সংস্থাদের মতামত নিয়ে আলোচনা হবে ৷ তবে, সবকিছুকে ছাপিয়ে আইপিএল-এর 14 তম এডিশনে নতুন দু’টি দলের সংযুক্তিকরণ ক্রিকেট প্রেমিদের জন্য় আকর্ষণের বিষয়বস্তু হতে চলেছে ৷ 24 তারিখের সাধারণ সভায় বোর্ডের সহ সভাপতি পদেও নির্বাচন হবে ৷ মহিম ভার্মার পদত্য়াগের পর থেকে ওই পদটি ফাঁকা পড়ে রয়েছে ৷ সহ সভাপতির নির্বাচনকেও বিসিসিআই-এর এজ়েন্ডায় রাখা হয়েছে ৷

এছাড়াও, বিসিসিআই-র বার্ষিক অডিট রিপোর্ট, অমবাডসমেন্ট নিয়োগ সহ একাধিক বিষয় এজ়েন্ডায় উল্লেখ করা হয়েছে ৷ তবে, আরো একটি বিষয় বিসিসিআই-র বার্ষিক সভায় গুরুত্ব পেতে চলেছে ৷ যেখানে আগামী বছর ভারতে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে ৷ কোরোনা পরিস্থিতিতে কী কী সুরক্ষাবিধি তৈরি করা দরকার বা কোন কোন ভেনুকে ম্য়াচ আয়োজনের জন্য় বেছে নেওয়া হতে পারে, সেই সব নিয়ে বিস্তর আলোচনা হতে পারে 89 তম বার্ষিক সাধারণ সভায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.