ETV Bharat / sports

West Indies vs India 4th T20I: ফ্লোরিডায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে নজরে ভারতের টপ-অর্ডার

author img

By

Published : Aug 12, 2023, 3:38 PM IST

Challenges Indian Batter in 4th T20I: ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি20 ম্যাচে চ্যালেঞ্জ ব্যাটারদের সামনে ৷ এই সিরিজে এখনও পর্যন্ত সফল হয়নি ভারতের ওপেনিং ৷ অন্যদিকে, ঈশান কিষাণ তৃতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন ৷ তিনি প্রথম একাদশে ফেরেন কিনা, সেটাও দেখার ৷

West Indies vs India 4th T20I ETV BHARAT
West Indies vs India 4th T20I

ফ্লোরিডা, 12 অগস্ট: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রায় এক মাসের সফর শেষ করে এবার ভারতীয় দল মার্কিন মুলুকে ৷ ফ্লোরিডায় টি-20 সিরিজের শেষ দু'টি ম্যাচ খেলবেন হার্দিক পান্ডিয়ারা ৷ কিন্তু, এই মুহূর্তে সিরিজে 2-1 পিছিয়ে রয়েছে মেন ইন ব্লু ৷ ফলে শনিবারের ম্যাচও 'ডু অর ডাই' ভারতের জন্য ৷ যেখানে ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ৷ বিশেষত, ওপেনিংয়ে ৷ টি-20 সিরিজের প্রথম তিন ম্যাচে পুরোপুরি ব্যর্থ ভারতের তরুণ ওপেনিং জুটি ৷ শেষ ম্যাচে অভিষেক করা যশস্বী জয়সওয়ালও ব্যর্থ হয়েছেন নিজেকে মেলে ধরতে ৷ তবে, ভারতের পক্ষে সুখবর মিডল-অর্ডারে সূর্যকুমার এবং হার্দিকের ফর্মে ফেরা ৷

শেষ দু’টি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ফ্লোরিডায় একাধিক টি-20 ম্যাচ খেলেছে ৷ এবারেও তার অন্যথা হচ্ছে না ৷ যেখানে অতীত রেকর্ড বলছে ফ্লোরিডার পিচে প্রচুর রান ওঠে ৷ আর এই মাঠে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে ধোনির নেতৃত্বাধীন ভারতকে প্রায় 250 রান তাড়া করতে হয়েছিল ৷ যে ম্যাচ মাত্র এক রানে হেরেছিল ভারত ৷ তবে সেটি ছিল সিরিজের শুরু ৷ কিন্তু, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারত ফ্লোরিডা পৌঁছেছে সিরিজে 2-1 পিছিয়ে থেকে ৷ তাই পিচের আগের চরিত্র বজায় থাকলে ভারতীয় ব্যাটারদের পক্ষে তা স্বর্গরাজ্য হবে ৷

কিন্তু, তা সত্ত্বেও চিন্তা থেকেই যাচ্ছে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক হার্দিকের ৷ কারণ, এই টি-20 সিরিজে ভারতের ওপেনিং একেবারে ব্যর্থ ৷ প্রথম দুই ম্যাচে ঈশান কিষাণ এবং শুভমন গিলের জুটি ব্যর্থ হয়েছে ৷ তৃতীয় ম্যাচে ঈশান কিষাণ খেলতে পারেননি ৷ তার জায়গায় টি-20তে অভিষেক করা যশস্বী জয়সওয়ালও ব্যর্থ হয়েছেন ৷ আর শুভমন গিলের অফ ফর্ম সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেই চলছে ৷ ফলে পাটা উইকেটে এই দুই ওপেনার সফল হন কি না, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: ব্যাটিং অর্ডারে 4 নম্বর নিয়ে অস্বস্তিতে দল, বিশ্বকাপের আগে স্বীকারোক্তি রোহিতের

ভারতের ব্যাটাররা সফল হলে ফ্লোরিডার উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও ভয়ানক হয়ে উঠতে পারেন ৷ ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শিমরন হেটম্যায়াররাও বিধ্বংসী রূপ ধারণ করবেন ৷ বিশেষত টি-20 ফরম্যাটে এই পাঁচ ক্যারিবিয়ান ব্যাটারকে বিশেষজ্ঞ হিসেবে ধরা হয় ৷ তবে, ভারতের পক্ষে ইতিবাচক হল তাদের বোলিং বিভাগ ৷ অর্শদীপ, মুকেশ এবং অধিনায়ক হার্দিক নতুন ও পুরনো বলে সমান প্রভাবশালী ৷ আর মাঝের ওভারে কুলদীপ, চহাল এবং অক্ষর প্যাটেলও দুরন্ত ফর্মে রয়েছেন ৷

ভারতের বোলিং কোচ পরশ মামব্রে এদিন জানিয়েছেন, ভারত তৃতীয় টি-20 ম্যাচে যে ভঙ্গিতে খেলেছে ৷ শনিবারের ম্যাচেও সেই চরিত্র বজায় রাখবেন ক্রিকেটাররা ৷ রান তাড়া করে হোক বা ডিফেন্ড করে ৷ শেষ থেকে শুরু ম্যাচের পুরোটাই প্রতিপক্ষের উপর নিজেদের দাপট বজায় রাখার কথা বলছেন পরশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.