ETV Bharat / sports

দ্রাবিড়েই আস্থা! রাহুল-সহ কোচিং স্টাফেদের সঙ্গে চুক্তি নবীকরণ বোর্ডের

author img

By PTI

Published : Nov 29, 2023, 1:11 PM IST

Updated : Nov 29, 2023, 3:54 PM IST

Etv Bharat
Etv Bharat

BCCI announces the extension of contracts of head coach Rahul Dravid: কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এখনই সম্পর্কে ইতি টানতে চায় না বিসিসিআই ৷ আগামী দু'বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করল বোর্ড ৷ ডিসেম্বরে প্রোটিয়া সফরেই রোহিত-বিরাটদের 'হেডস্যর' হিসেবে দেখা যাবে দ্রাবিড়কেই ৷

মুম্বই, 29 নভেম্বর: বিশ্বকাপের পরই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৷ ফাইনালে হারের পর চুক্তি নবিকরণের ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছেন রোহিতদের 'হেডস্যর' ৷ কিন্তু, এখনই ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড়ীয় সভ্যতা'র অবসান চায় না বিসিসিআই ৷ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও রোহিত শর্মাদের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবীকরণের কথা ঘোষণা করল বোর্ড ৷

বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং স্টাফের চুক্তি নবীকরণের কথা জানায় বিসিসিআই ৷ বোর্ড সভাপতি রজার বিনি বলেন, "ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি রাহুল দ্রাবিড়ের পেশাদারিত্ব ও অদ্যম প্রচেষ্টা ৷ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমরা ওর সঙ্গে চুক্তি নবীকরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি ৷ আমি খুশি, কারণ দ্রাবিড় আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছেন ৷ একই সঙ্গে অনান্য সাপোর্ট স্টাফদেরও চুক্তি নবীকরণ করা হয়েছে ৷"

চুক্তি নবীকরণের পর রাহুলের প্রতিক্রিয়া, "গত দু'বছর টিম ইন্ডিয়ায় আমার সফর ছিল স্মরণীয় ৷ এই সফরে আমরা অনেক ভালো-মন্দের সাক্ষী ছিলাম ৷ আমার সাপোর্ট স্টাফরাও দারুণ ৷ আমরা ড্রেসিংরুমে যে পরিবেশ তৈরি করেছি, তা ভীষণ খুশি ৷ আমাদের উপর আস্থায় রাখায় বোর্ডকে জানাই ৷"

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অপরাজিত তকমা ঘুচেছে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হার দিয়ে ৷ ট্রফি হাতছাড়া হলেও টানা 10 ম্যাচ জয়ে দেশবাসীর প্রশংসা কুড়িয়েছেন বিরাট-রোহিতরা ৷ কোচ হিসেবে দ্রাবিড়কেই পছন্দ টিম ইন্ডিয়ার অধিকাংশ ক্রিকেটারের ৷ তাই দ্রাবিড়ের সঙ্গে চুক্তি নবীকরণ সেরে ফেরল বিসিসিআই ৷ বছর শেষে প্রোটিয়া সফরে রাহুলকেই বিরাট-রোহিতদের হটসিটে দেখা যাবে ৷

দু'বছরের কোচিং কেরিয়ারে ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন দ্রাবিড় ৷ যদিও চ্যাম্পিয়ন কোচ হওয়ার স্বাদ পায়নি রাহুল ৷ তবে এখনই জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কে ছেদ চায়নি বোর্ড ৷ বোর্ডের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, গত সপ্তাহেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেন বোর্ড সচিব জয় শাহ ৷ আর এদিন বোর্ডের তরফে রাহুল-সহ বাকি কোচিং স্টাফের চুক্তি নবীকরণের কথা ঘোষণা করা হয় ৷

10 ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে প্রোটিয়া সফর শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া ৷ তারপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিতরা ৷ সবশেষে দু'ম্যাচের টেস্ট সিরিজ ৷ টি-20 ও ওয়ান ডে সিরিজে না-হলেও টেস্ট সিরিজে রোহিত-বিরাটদের 'হেডস্যর' হিসেবে দ্রাবিড়কে দেখতে চায় বোর্ড ৷

বিশ্বকাপ ফাইনালের পর ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ ৷ সুতরাং প্রোটিয়া সফরেও টি-20 ও ওয়ান ডে সিরিজে কোচ হিসেবে লক্ষ্মণই দায়িত্ব পালন করতে পারেন ৷ 10 ডিসেম্বর ডারবানে টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে ভারত ৷ ওয়ান ডে সিরিজ শুরু জো'বার্গে 17 ডিসেম্বর ৷ আর 26 ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে রোহিত অ্যান্ড কোং ৷

আরও পড়ুন:

Last Updated :Nov 29, 2023, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.