ETV Bharat / sports

India Squad against WI: ক্যারিবিয়ান সফরে কোহলিহীন টিম ইন্ডিয়া, দলে ফিরলেন অশ্বিন

author img

By

Published : Jul 14, 2022, 3:07 PM IST

Updated : Jul 14, 2022, 4:55 PM IST

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ৷ ছুটিতে পাঠানো হয়েছে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে ৷ তবে প্রায় সাত মাস পর ফের জাতীয় টি-20 দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

India Squad
India Squad

মুম্বই, 14 জুলাই: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম চেয়েছিলেন বিরাট ৷ সেই মতোই কোহলিকে ছাড়াই টি-20 সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই ৷ ক্যারিবিয়ান সফরে ছুটিতে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরাকেও ৷ দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ গত বছরের নভেম্বরে শেষবার ভারতের হয়ে টি-20 ম্যাচে মাঠে নেমেছিলেন দেশের অন্যতম সেরা বোলিং অল-রাউন্ডার ৷

22 জুলাই থেকে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ কুড়ি-বিশের ফর্ম্যাটে রোহিতকে ফেরালেও কোহলিকে ফের বিশ্রামেই পাঠাল বোর্ড ৷ যদিও 'কোহলিহীন' দল ঘোষণার মূলে প্রাক্তন অধিনায়কের আগাম ছুটি চাওয়ার দাবি মঞ্জুর, নাকি তাঁর চোট, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে ৷

বাইশ গজের অনেক বিশেষজ্ঞই বলছেন, কৌশলে দল থেকে কোহলিকে বসিয়েছে বোর্ড । গত কয়েকদিনে বিরাটের দলে থাকা, না-থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । প্রাক্তন অধিনায়ককে ঘরোয়া ফর্ম্যাটে প্রমাণ করে ফের দলে ফেরার নিদান দিয়েছেন স্বয়ং কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদরা । ফলে বোর্ডের আপাত নিরীহ এই ঘোষণা সেই বিতর্কই খানিক উসকে দিল ।

আরও পড়ুন : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন গব্বরের

ক্যারিবিয়ান সফরে টি-20 দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং।

Last Updated : Jul 14, 2022, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.