ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে টস জিতে ব্যাটিং ডাচদের, বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 1:52 PM IST

Updated : Oct 28, 2023, 2:07 PM IST

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X

Bangladesh vs Netherlands in ICC Cricket World Cup: ক্রিকেটের নন্দনকাননে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ সেই ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ৷ বাংলাদেশের তুলনায় কম শক্তিশালী হলেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যে একটি অঘটন ঘটিয়ে ফেলেছে ডাচেরা ৷

কলকাতা, 28 অক্টোবর: ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচ শনিবার ৷ সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল হাসান জানান, তিনিও টস জিতলে আগে ব্যাট করতেন ৷ তবে, অক্টোবরের শেষে কলকাতায় রাতের দিকে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ ইডেনের ফ্লাড লাইটে ব্যাট করা অনেক সহজ হবে বলেই মনে করা হচ্ছে ৷ আজ পূর্ণ শক্তি পেস আক্রমণ নিয়ে ডাচদের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা ৷ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ৷

ক্রিকেট মরশুমের সবে শুরু ৷ এর আগে ইডেনে কোনও ম্যাচই খেলা হয়নি ৷ ফলে ইডেনের পিচে রান উঠবে বলেই আশা করা হচ্ছে ৷ আর সেই সঙ্গে পিচের চরিত্র নিয়েও একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে ৷ তাই মরশুমের প্রথম ম্যাচে বোলিং নেওয়াটাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ যেহেতু পিচে ঘাস রয়েছে, তাই শুরুতে পেসাররা উইকেট থেকে সাহায্য পেতে পারেন ৷

তবে, ইডেনের বদলে যাওয়া পিচে এই বিশ্বকাপে রান উঠবে বলেই মনে করা হচ্ছে ৷ বিশেষত, ম্যাচ যত গড়াবে তত এই পিচে রান করা সহজ হবে ৷ উল্লেখ্য, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার জানিয়েছিলেন, ইডেনের পিচ স্পোর্টিং হবে ৷ পিচে টিকে থাকলে সাড়ে তিনশো অনায়াসে উঠবে ৷ তবে, ঠিকঠাক বোলিং করতে পারলে বোলাররাও কামাল করবেন বলে জানিয়েছিলেন তিনি ৷ বিশেষত, পেস বোলারদের জন্য সাহায্য থাকবে পিচে ৷ উল্লেখ্য, আজকের ম্যাচে পিচে সামান্য ঘাসও রয়েছে ৷ যা ফ্রেশ ইডেন পিচে গতির সঞ্চার করবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শেষ চার ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বাংলা টাইগারদের

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের পর, 31 অক্টোবর ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ৷ এর 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে ক্রিকেটের নন্দনকাননে ৷ যে ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে ৷ বিশেষত, এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ধারাবাহিক জয়ের পর এই ম্যাচের দিকে সকলের নজর রয়েছে ৷

Last Updated :Oct 28, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.