IND vs AUS 2nd ODI Toss: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর

author img

By

Published : Mar 19, 2023, 1:23 PM IST

IND vs AUS 2nd ODI Toss ETV BHARAT
IND vs AUS 2nd ODI Toss ()

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs AUS 2nd ODI) ভারতীয় দলে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ সেই সঙ্গে শার্দূল ঠাকুরের জায়গায় অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে ফেরাল টিম ম্যানেজমেন্ট ৷

বিশাখাপত্তনম, 19 মার্চ: মুম্বইয়ে প্রথম ওডিআই জিতে এবার বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ (Australia Selects Field First in 2nd ODI) ৷ এই ম্যাচে ভারতীয় দলের ফিরলেন অধিনায়ক রোহতি শর্মা (Rohit Sharma) ৷ সেই সঙ্গে টপ-অর্ডারের ব্যাটিং লাইন-আপেও বদল হয়েছে ভারতের ৷ প্রথম ম্যাচে ওপেন করা ঈশান কিষাণকে এই ম্যাচে বেঞ্চে বসানো হয়েছে ৷ শার্দূল ঠাকুরের বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল । ওপেন করছেন রোহিত এবং শুভমন গিল ৷

অস্ট্রেলিয়া দলেও দু’টি বদল হয়েছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৷ গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ফের ছিটকে গিয়েছেন ৷ তাঁর জায়গায় দলে এসেছেন নাথন এলিস এবং উইকেট-কিপার জস ইংগলিসের বদলে প্রথম একাদশে ফিরেছেন অ্যালেক্স কেরি ৷ বিশাখাপত্তনমের পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে, নতুন বলে পেসাররা কিছুটা হলেও সাহায্য পেলেও পেতে পারেন ৷ তবে, টসে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যা না করলে, স্পিনাররা টার্ন পাবেন এই উইকেট থেকে ৷

উল্লেখ্য, ভারতের হয়ে প্রথম ম্যাচে ছন্দে দেখা শুভমন বড় রান করতে পারেননি ৷ ভারতের বাকি ব্যাটাররা নতুন বলে ওয়াংখেড়ের পিচে সমস্যায় পড়লেও, শুভমন তাঁর স্বাভাবিক ব্যাটিং করছিলেন ৷ তবে, আজ তাঁর ব্যাট থেকে চেনা ছন্দে বড় রানের অপেক্ষায় রয়েছে দল এবং ভারতীয় সমর্থকরা ৷ পাশাপাশি, অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর আর বড় রান পাননি ৷ তাঁর থেকেও আজকের দ্বিতীয় ওয়ান ডে-তে বিশেষ ইনিংসের অপেক্ষা রয়েছে সবাই ৷

পাশাপাশি, ওয়াংখেড়েতে মিচেল স্টার্কের অফ স্টাম্প লাইনের ভিতরে আসা বলে লেগ বিফর হয়েছিলেন বিরাট কোহলি ৷ তিনিও রানের মধ্যে রয়েছেন গত কয়েকমাসে ৷ ফলে তাঁর ব্যাট থেকেও বড় ইনিংসের আশা করছে সকলে ৷ তবে, ভারতের টপ-অর্ডারের থেকে আশা থাকলেও আগের ম্যাচে কঠিন পরিস্থিতিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কেএল রাহুল ৷ এমনকি উইকেটের পিছনে গ্লাভস হাতেও অনেকবেশি স্বচ্ছন্দ দেখিয়েছে তাঁকে ৷ ফলে আজকের ম্যাচেও তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট-কিপিংয়ে নজর থাকবে ৷

আরও পড়ুন: দলে ফিরছেন রোহিত, বিশাখাপত্তনমে বড় পরীক্ষা ব্যাটারদের

সেই সঙ্গে লোয়ার-মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজাও দ্বিতীয় ওয়ান ডে-তে আলোচনার কেন্দ্রে রয়েছেন ৷ বিশ্বকাপের আগে এই সিরিজে ভারতের সবচেয়ে বড় স্বস্তি পেস বোলিং ৷ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের জুটি ওয়াংখেড়েতে অজিদের মিডল অর্ডারকে তছনছ করে দিয়েছিল ৷ তবে, অস্ট্রেলিয়ার হয়ে ছন্দে রয়েছেন প্রথমবার ওয়ান ডে-তে ওপেন করা মিচেল মার্শ ৷ প্রথম ম্যাচে তাঁর বিধ্বংসী ব্যাটিং একটা সময় ভারতকে সমস্যায় ফেলেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.