ETV Bharat / sports

Venkatesh Iyer: মাঠে ফিল হিউজের স্মৃতি ! অ্যাম্বুল্যান্সে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার

author img

By

Published : Sep 16, 2022, 8:09 PM IST

Updated : Sep 16, 2022, 10:15 PM IST

Ambulance Inside Ground After Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer
Ambulance Inside Ground After Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer

চিন্তন গাজার ছোড়া বলে আহত হলেন ভেঙ্কটেশ আইয়ার (Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer) ৷ দলীপ ট্রফির (Duleep Trophy) সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচের ঘটনায় ক্রিকেটের মাঠে ফিরল ফিল হিউজের স্মৃতি ৷

কোয়েম্বাটোর, 16 সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ার শেফিল্ড কাপের ফিল হিউজের ভয়াবহ স্মৃতি যেন ফিরে এল ভারতের মাঠে ৷ অ্যাম্বুল্যান্সে মাঠ ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (Chintan Gajas Wild Throw Injures Venkatesh Iyer) ৷ কোয়েম্বাটোরে দলীপ ট্রফির (Duleep Trophy) সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ চলাকালীন বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কটেশ আইয়ার ৷ এ দিন মধ্যাঞ্চলের হয়ে ব্যাট করার সময় এই ঘটনা ঘটে ৷ ফলো থ্রু-তে মিডিয়াম পেসার চিন্তন গাজার ছোড়া বল ভেঙ্কটেশের মাথায় লাগে ৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 7 নম্বরে নামা ভেঙ্কটেশ আইয়ার চিন্তন গাজার বলে ওভার বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন ৷ পরের বলটি আইয়ার ডিফেন্স করে বোলারের দিকে খেলেন ৷ কিন্তু, চিন্তন ফলো থ্রু-তে বল তুলে আইয়ারের দিকে ছুড়ে মারেন ৷ জানা গিয়েছে, থ্রো এতটাই জোরে ছিল যে, ভেঙ্কটেশ আইয়ার লাইন থেকে সরার সময় পাননি ৷ বল তাঁর মাথার পিছনে গিয়ে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় অলরাউন্ডার ৷

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে বসতে চলেছেন স্নেহাশিস

মাঠে ফিজিও এবং চিকিৎসকরাও আসেন ৷ কিন্তু, তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে, আর ব্যাট করতে পারেননি তিনি ৷ মাঠে অ্যাম্বুল্যান্স ঢুকিয়ে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ তবে, পরবর্তী সময়ে তিনি ফের ব্যাট করতে নেমে ছিলেন ৷ কিন্তু, মাত্র 14 রানে তানুশ কোটিয়ানের বলে আউট হন তিনি ৷ মধ্যাঞ্চলের বোলিংয়ের সময় ভেঙ্কটেশের হয়ে ফিল্ডিং করেছেন অশোক মানেরিয়া ৷

Last Updated :Sep 16, 2022, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.