ETV Bharat / sitara

'শ্রীময়ী' দিয়ে ফের ধারাবাহিকে ফিরছেন টোটা

author img

By

Published : Feb 27, 2020, 10:30 PM IST

শেষবার 'তারানাথ তান্ত্রিক' ধারাবাহিকে অভিনয় করেছিলেন টোটা রায়চৌধুরি । 'শ্রীময়ী' দিয়ে ফের টেলিভিশনে ফিরছেন তিনি ।

ংনম
ংন

কলকাতা : ফের টেলি ধারাবাহিকে ফিরছেন টোটা রায়চৌধুরি । ধারাবাহিক 'শ্রীময়ী'-তে দেখা যাবে তাঁকে । শেষবার 'তারানাথ তান্ত্রিক' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি । তারপর আবার 'শ্রীময়ী'-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন টোটা ।

'শ্রীময়ী' ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের । TRP-ও বেশ ভালো । ধারাবাহিকের USP সংলাপ, ছক ও অভিনয় । ইন্দ্রানী হালদার, অর্থাৎ শ্রীময়ীর জীবন যুদ্ধ নতুন মোড় নিয়েছে কিছুদিন আগেই । শ্রীময়ীর স্বামী অনিন্দ্য (সুদীপ মুখোপাধ্যায়) জুনকে (ঊষশী চক্রবর্তী) বিয়ে করেছে । এখন বাড়িতে রান্নার সমস্যা দেখা দিয়েছে । আবার অনিন্দ্যর চাকরিও চলে গেছে । যদিও শ্রীময়ীর কথায় সেই চাকরি ফিরে পেয়েছে সে । এই সব চলছে ধারাবাহিকে । এবার এক নতুন মোড় নিতে চলেছে গল্প ।

বেশকিছু এপিসোড আগে শ্রীময়ীর ডাকাবুকো বান্ধবী অন্তরাকে দেখানো হয়েছিল । সেখানেই শ্রীময়ীর কলেজ জীবনের এক পুরুষ বন্ধুর নাম শোনা যায় । সে আবার শ্রীময়ীকে পছন্দও করত । ওই পুরুষ বন্ধুকেই এবার নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকে । যার সঙ্গে ডিভোর্সি শ্রীময়ীর একটা সম্পর্ক তৈরি হতে পারে বলে অনুমান । আর ওই সেই চরিত্রেই দেখা যাবে টোটা রায়চৌধুরিকে ।

'শ্রীময়ী' দর্শকের অত্যন্ত প্রিয় ধারাবাহিক । শ্রীময়ীর সুখ-দুঃখের সঙ্গী দর্শক । তার জীবনের এই নতুন মোড়ে কী ঘটতে চলেছে, তার দিকেই এখন নজর সকলের ।

কাজের দিক থেকে 'ফেলুদা ফেরত'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন টোটা । সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে তাঁকে । ওই চরিত্রর জন্য নিজেকে একটু একটু করে তৈরিও করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.