ETV Bharat / sitara

সুজয় প্রসাদের সঙ্গে 'আড্ডাঘর'-এ ঋত্বিক

author img

By

Published : Jun 18, 2020, 1:02 PM IST

'আড্ডাঘর'-এ বিভিন্ন পেশার ও বিভিন্ন ঘরানার মানুষকে নিয়ে খোলামেলা আলোচনা করবেন সুজয় । যা দেখানো শুরু হবে 21 জুন থেকে রাত 8টায় । শোয়ের প্রথম অতিথি ঋত্বিক চক্রবর্তী ।

asd
asd

কলকাতা : ডিজিটাল চ্যাট শো 'আড্ডাঘর' নিয়ে আসছেন বাচিকশিল্পী ও অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় । যেখানে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ।

ঘোষ কম্পানি অফ মন্ট্রিলের সঙ্গে যুক্ত হয়ে আসতে চলেছে ডিজিটাল 'আড্ডাঘর'। তার উপর সুজয়ই এই শহরে প্রথম ব্যক্তি যিনি 'জাস্ট মাই ওয়ে' ও 'কনভারসেশন্স' বলে দুটি অন গ্রাউন্ড চ্যাট শোর আয়োজন করেছিলেন । ভালোই সাফল্য পেয়েছিল দুটি সিজ়ন ।

sdf
.

'আড্ডাঘর'-এ বিভিন্ন পেশার ও বিভিন্ন ঘরানার মানুষকে নিয়ে খোলামেলা আলোচনা করবেন সুজয় । যা দেখানো শুরু হবে 21 জুন থেকে রাত 8টায় । শোয়ের প্রথম অতিথি ঋত্বিক চক্রবর্তী ।

adf
ঋত্বিক চক্রবর্তী

এই শো সম্পর্কে ঋত্বিক ETV ভারতকে বলেন, "সুজয় আমার খুব ভালো বন্ধু । আমার এটা ভেবে ভালো লাগছে, যে টেলিভিশন ও OTT প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা না করে, এভাবে বিষয়টি সকলের সামনে আনছে সুজয় । ওর যথেষ্ঠ প্রতিভা রয়েছে । আমি ওর সঙ্গে মন খুলে কথা বলার জন্য প্রস্তুত ।"

asd
সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়

এই চ্যাট শো দেখার জন্য রেজিস্টার করতে হবে । 50জন দর্শকই দেখতে পাবেন এই শো । এ প্রসঙ্গে সুজয় বলেন, "আমি আশা করি দর্শক কানেক্ট করতে পারবেন এই শোয়ের সঙ্গে । তাঁরা তাঁদের প্রিয় তারকাদেরও দেখতে পাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.