ETV Bharat / sitara

নাটক দেখতে কি শ্রীরামকৃষ্ণ টিকিট কেটে প্রবেশ করবেন স্টার থিয়েটারে ?

author img

By

Published : Jul 10, 2019, 12:57 PM IST

Updated : Jul 10, 2019, 3:54 PM IST

গিরিশ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জানান, তিনি যদি নাটকটি দেখতে চান তাহলে তাঁকে টিকিট কেটে স্টার থিয়েটারে প্রবেশ করতে হবে । গল্পে এরপর কী ঘটতে চলেছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।

'নটী বিনোদিনী

কলকাতা : 'নটী বিনোদিনী' ধারাবাহিকে আগামী সপ্তাহে রয়েছে দর্শকের জন্য এক বড় চমক । এই প্রথমবার নটী বিনোদিনীর নাটক চৈতন্যলীলা দেখতে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব । নাটকটি পরিচালনা করেছিলেন গিরিশ ঘোষ । নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নটী বিনোদিনী ।

গিরিশ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জানান, তিনি যদি নাটকটি দেখতে চান তাহলে তাঁকে টিকিট কেটে স্টার থিয়েটারে প্রবেশ করতে হবে । এখান থেকে কি শুরু হতে চলল টিকিট ব্যবস্থার ? নাকি গিরিশ ঘোষ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন ?

দেখুন ভিডিয়ো

গল্পে এরপর কী ঘটতে চলেছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকের শুটিং ফ্লোরে । যেখানে গিয়ে কথা হল ধারাবাহিকের দুই প্রধান অভিনেতা সঞ্জীব সরকার ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । এছাড়াও কথা হল পরিচালক জনের সঙ্গে ।

Intro:চৈতন্যলীলা নাটক দেখতে শ্রীরামকৃষ্ণ কি টিকিট কেটে প্রবেশ করবে স্টার থিয়েটারে


অমিত চক্রবর্তী,কলকাতা: নটী বিনোদিনী ধারাবাহিকে দর্শকদের জন্য আগামী সপ্তাহে রয়েছে একটা বড় চমক কারণ,এই প্রথমবার নটী বিনোদিনীর নাটক চৈতন্যলীলা দেখতে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। নাটকটি পরিচালনা করেছিলেন গিরিশ ঘোষ যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নটী বিনোদিনী। কিন্তু গিরিশ ঘোষ ঠিক করেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যদি চৈতন্যলীলা নাটকটি দেখতে হয় তবে,তাকে টিকিট কেটে স্টার থিয়েটারে প্রবেশ করতে হবে।সত্যিই কি সূচনা হতে চলল টিকিট ব্যবস্থার। নাকি শেষ পর্যন্ত গিরিশ ঘোষ এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন। ধারাবাহিকের গল্প কী ঘটছে এইসব কিছু জানতে ইটিভি ভারত সিতারা পৌছে গেছিল নটী বিনোদিনী ধারাবাহিকের শুটিং ফ্লোরে। যেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের প্রধান দুই অভিনেতা সঞ্জীব সরকার,অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অতি অবশ্যই পরিচালক জন এর সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated :Jul 10, 2019, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.