ETV Bharat / sitara

Rudra Pramita Marriage Anniversary Celebration : প্রেম দিবসে পূর্ণ হল আইনি বিয়ের এক বছর, ফটোশুটে মাতলেন রুদ্র-প্রমিতা

author img

By

Published : Feb 14, 2022, 10:04 AM IST

রুদ্র-প্রমিতার লাভ স্টোরি অজানা নয় কারওরই। এই ভ্যালেন্টাইন্স ডেতে রেজেস্ট্রি বিয়ের এক বছর পূর্ণ হল তাঁদের। তাই একেবারে নিজেদের মতো করে সময় কাটালেন দু‘জনে (Rudra and Pramita Celebrate Their Legal Marriage Anniversary on the Valentines Day)।

One year of Rudra-Pramita's legal marriage on Valentine's Day
প্রেম দিবসে রুদ্র-প্রমিতার আইনি বিয়ের এক বছর, ফোটোশুটে মাতলেন দুজনে

কলকাতা, 14 ফেব্রুয়ারি : 'সাত ভাই চম্পা' ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধেছিলেন দু‘জনে । পারুলের ভূমিকায় ছিলেন প্রমিতা চক্রবর্তী আর সেনাপতি রাঘবেন্দ্রর ভূমিকায় ছিলেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় । সেই শ্য়ুটিংয়ের দিনগুলিতেই দু‘জনের মধ্যে প্রেম জমে ওঠে । শুরু থেকেই প্রেম নিয়ে লুকোচাপা করেননি কেউই। ইন্ডাস্ট্রি হোক বা তাঁদের অনুরাগীমহল সকলেই জানতেন সম্পর্কের ব্যাপারে । অবশেষে গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিনে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কোলে আংটি বদল করেন দু‘জন । সেরে ফেলেন আইনি বিয়েও ।

দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল তাঁদের সেই সই সাবুতের বিয়ের । আর তাই দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে ফটোশুটে মাতলেন দু‘জনে (Rudra and Pramita Celebrate Their Marriage Anniversary with a Photo Shoot)। রবিবার মধ্য়রাতের পর একসঙ্গে এই বিশেষ দিনটি স্মরণ করলেন রুদ্র-প্রমিতা ৷ আইনি বিয়ের পর্ব মিটে গেলেও সামাজিক বিয়ের দিনক্ষণ এখনও জানাননি কেউই । তবে, খুব শীঘ্রই সেই দিনটিও আসন্ন তা আন্দাজ করা যায় ।

আরও পড়ুন : আজই শেষ দিদি নম্বর ওয়ান - সিজন 8, করুণাময়ী রানি রাসমণি

উল্লেখ্য, বেশ অনেকদিন পর ফের ছোটপর্দায় জুটি বেঁধেছেন রুদ্র-প্রমিতা। 'পিলু' ধারাবাহিকে দেখা যাচ্ছে দু‘জনকে। প্রমিতা এখানে একেবারে ইন্ট্রোভার্ট আর রুদ্র হিপ হপ রকিং স্টার যাকে বলে । একজন গম্ভীর, খানিকটা রাগী দিদিমণি টাইপ, অন্যজন ফুরফুরে মেজাজের নায়ক । এই দুই বিপরীত চরিত্রের মানুষের মধ্যে কীভাবে প্রেম গড়ে ওঠে সেটাই দেখার দিন আসন্ন । তবে, অনেকদিন পর ছোটপর্দায় জুটি বাঁধতে পেরে খুশি দু‘জনেই । তাঁদের মতে, কাজের ফাঁকে রোজ দেখা হয়ে যাওয়াটাও একটা বাড়তি পাওনা ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.